নয়াদিল্লি: আয়তন ও জনসংখ্যার দিক থেকে ভারতের চেয়ে অনেক পিছিয়ে থাকা দেশ ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফুটবলে সাফল্য দেখে আফশোস করছেন ক্রিকেটার হরভজন সিংহ। তিনি ট্যুইট করেছেন, ’৫০ লক্ষ মানুষের দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলছে আর আমাদের দেশের ১৩৫ কোটি মানুষ হিন্দু-মুসলমান খেলছি। ভাবনা বদলাতে হবে, তবেই দেশ বদলাবে।’



ভারতীয় দল এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপের মূলপর্বে খেলতে না পারলেও, ক্রোয়েশিয়া পঞ্চমবার বিশ্বকাপ খেলে ফেলল। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেই তৃতীয় স্থান অর্জন করার পর এবার রানার্স হয়েছে লুকা মদরিচ, মারিও মান্দজুকিচদের দল। তাঁদের এই খেলা দেখেই ভারতীয় ফুটবলের অবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন হরভজন।