কলকাতা: জাতীয় নির্বাচক কমিটিতে বদল আনার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিংহ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজের দলে সঞ্জু স্যামসনের সুযোগ না পাওয়া নিয়ে ট্যুইটারে ক্ষোভপ্রকাশ করেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি লেখেন, ‘সঞ্জু স্যামসনের সুযোগ না পেয়েই বাদ পড়া দেখে আমি অত্যন্ত হতাশ। ও তিনটি টি-২০ ম্যাচে জল বয়ে নিয়ে যাওয়ার পর বাদ গিয়েছে। নির্বাচকরা তাঁর ব্যাটিং না হৃদযন্ত্রের পরীক্ষা নিচ্ছেন?’ এই ট্যুইটের জবাবে হরভজন লেখেন, ‘আমার মনে হয়, ওর (সঞ্জু) হৃদযন্ত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিটিতে বদল দরকার। ওখানে কড়া মানসিকতার লোকজনকে দরকার। আশা করি দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হওয়ার আগের দিন শেষবার বৈঠকে বসে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বেছে নেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দল। প্রধান নির্বাচক হিসেবে প্রসাদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচক বেছে নেওয়া হবে। এ বিষয়েই বিসিসিআই সভাপতির হস্তক্ষেপ চাইছেন হরভজন।