মাউন্ট মাউনগানুই: সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৬৫ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ২০৫ রান করলেও, কিউয়িদের জয়ের নায়ক অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই তিনি অসাধারণ পারফরম্যান্স দেখালেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি কোনও উইকেট না পেলেও, ব্যাট করতে নেমে ১২৬ রান করেন। এরপর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫৩ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি একটি অবিশ্বাস্য ক্যাচ নেন। এই ক্যাচটি নিয়ে ক্রিকেটদুনিয়ায় আলোড়ন তৈরি হয়েছে।
আজ ম্যাচের পঞ্চম তথা শেষ দিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শেষদিকে জয়ের লক্ষ্যে ঝাঁপায় নিউজিল্যান্ড। বাঁ হাতি পেসার নিল ওয়াগনার ৭৭-তম ওভারে রাউন্ড দ্য উইকেট বোলিং করার সময় আক্রমণাত্মক ফিল্ডিং সাজান। তাঁর একটি ফুলটস বলে বাউন্ডারি মারার চেষ্টা করেন ইংল্যান্ডের উইকেটরক্ষক অলি পোপ। ডানদিকে উড়ে গিয়ে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নেন স্যান্টনার।