নয়াদিল্লি: করোনা মোকাবিলায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনের উদ্য়োগকে স্বাগত জানিয়ে এবং অর্থসাহায্যের আবেদন করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লেন যুবরাজ সিংহ ও হরভজন সিংহ। অনেকেই দেশের প্রতি তাঁদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা পাকিস্তানি কি না, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।




আফ্রিদির ফাউন্ডেশন করোনা মোকাবিলায় তৎপর। সাধারণ মানুষের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিলি করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন হরভজন ও যুবরাজ। এতেই চটে গিয়েছেন অনেক ভারতীয়। তাঁদের দাবি, আফ্রিদির প্রশংসা করা চলবে না। এই পরিস্থিতিতে দেশের জন্য কিছু করা উচিত হরভজন ও যুবরাজের।