নয়াদিল্লি: গুগলের স্মার্টফোন মানেই ক্যামেরার চমক।কিন্তু দেখনদারির দিকে বড় একটা নজর দেয় না গুগল।এদের প্রথম দুটি মডেল Pixel 3 ও Pixel 3 XL। মডেল দুটি জনপ্রিয়ও হয়েছিল যথেষ্ট। কিন্তু এখন আর বাজারে ফোন দুটি পাওয়া যাচ্ছে না। এমনকী গুগলের অনলাইন স্টোর থেকেও সরিয়ে নেওয়া হয়েছে গত বছর লঞ্চ হওয়া এই দুটি ফোন।
শোনা যাচ্ছে, গুগল Pixel 3 -র বাকি স্টকও ক্লিয়ার করে দিয়েছে। তারপর বন্ধ করে দিয়েছে এই মডেল তৈরির কাজ। তবুও যদি এই ফোন কেনার খুব ইচ্ছে থাকে আপনাদের, তাহলে থার্ড পার্টি অনলাইন স্টোরগুলি ঘেঁটে দেখতে পারেন।
শোনা যাচ্ছে, গুগল এবার Pixel 4A স্মার্ট ফোন বাজারে আনতে চলেছে। এই ফোনে থাকবে ৬৪ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, সেই সঙ্গে ৬ জিবি RAM. Pixel 4A মডেলটি ২০২০র শেষের দিকে বাজারে আসার কথা।
স্ক্রিন হবে ৫.৮১ ইঞ্চির। তাতে ছবি দেখতে দারুণ লাগবে। ক্যামেরা ১২ মেগা পিক্সেল। ব্যাটারি থাকবে 3,080mAh ক্ষমতাসম্পন্ন।
নিশ্চই ভাবছেন দাম কত? ৩৯ হাজার টাকার মতো খরচ হবে এই ফোন কিনতে গেলে।
আসছে গুগলের নতুন স্মার্টফোন Pixel 4A, ফিচার দেখলে চমকে যাবেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Apr 2020 11:28 AM (IST)
শোনা যাচ্ছে, গুগল এবার Pixel 4A স্মার্ট ফোন বাজারে আনতে চলেছে। এই ফোনে থাকবে ৬৪ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, সেই সঙ্গে ৬ জিবি RAM. Pixel 4A মডেলটি ২০২০র শেষের দিকে বাজারে আসার কথা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -