ম্যাঞ্চেস্টার: এবারের বিশ্বকাপের লিগ পর্যায়ে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার মেনে নিতে পারছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। খেলা শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘সারা বিশ্বকাপজুড়ে এত ভাল খেলার পরেও মাত্র ৪৫ মিনিট খারাপ খেলার জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া সবসময় হতাশাজনক। এটা মেনে নেওয়া কঠিন।’


প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে বিরাট বলেছেন, ‘নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ওরা নতুন বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। ওরা ঠিক জায়গায় বল রেখেছে, পিচ থেকে স্যুইং আদায় করেছে। আমাদের রান তাড়া করার সময় প্রথম আধঘণ্টায় ওরা যেভাবে বোলিং করেছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। ওরা দক্ষতার পরিচয় দিয়েছে। তার ফলে আমাদের ব্যাটসম্যানদের কাজ কঠিন হয়ে যায়।’

রবীন্দ্র জাডেজা ও মহেন্দ্র সিংহ ধোনির পার্টনারশিপ প্রসঙ্গে ভারতের অধিনায়কের বক্তব্য, ‘জাডেজা দু’টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আজ ও দেখিয়ে দিয়েছে দলের জন্য কী করতে পারে। ও ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। জাডেজার সঙ্গে ভাল পার্টনারশিপ গড়ে তোলে এমএস। ও রানআউট না হলে ফল অন্যরকম হতেই পারত।’