মুম্বই: দুরন্ত ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার নতুন উঠতি তারকা অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। যার জেরে দেশের বিখ্যাত অল-রাউন্ডার তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের সঙ্গে তার তুলনাও টানা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই হার্দিককে ‘দেশের পরবর্তী কপিল’ হিসেবে দেখতে শুরু করে দিয়েছে ক্রিকেটভক্তরা।
[embed]https://twitter.com/hardikpandya7/status/914533026486411264[/embed]
যদিও, এই প্রসঙ্গে কথা বললেই লজ্জায় মুখ লাল হার্দিকের। তিনি জানিয়ে দেন, এখনই এসব নিয়ে ভাবতে চান না। বরোদার অল-রাউন্ডার মুখে যাই বলুন না কেন, পরিসংখ্যান বলছে, সীমিত ওভারে ক্রিকেটে কপিলের চেয়ে এগিয়ে হার্দিক।
[embed]https://twitter.com/imVkohli/status/912005941691695105[/embed]
২৬ একদিনের ম্যাচের পর, কপিলের চেয়ে বেশি রান, বেশি উইকেট এবং বেশি ক্যাচ রয়েছে হার্দিকের পকেটে। ২৬ ম্যাচে কপিল করেছিলেন ৪৭২ রান। সেখানে হার্দিকের সংগ্রহ ৫৩০ রান। কপিল নিয়েছিলেন ২৮ উইকেট, হার্দিকের সংগ্রহ ২৯টি। এই সময়ে, কপিলের চেয়ে ১০টি ক্যাচ বেশি ধরেছেন হার্দিক।
[embed]https://twitter.com/Jaspritbumrah93/status/914530401221267456[/embed]
স্বাভাবিকভাবেই, দলের এই তরুণ ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বিরাট কোহলি। চলতি সিরিজে ২২২ রান এবং ৬টি উইকেট নিয়েছেন তিনি। রবিবার ম্যাচ শেষে কোহলি সেই জন্যই বলেছেন, হার্দিক পাণ্ড্যই হল দলের সবচেয়ে বড় সম্পদ।
https://twitter.com/hardikpandya7/status/908274041412247553
যদিও, এখনও তাঁর অনেক পথ চলা বাকি।
https://twitter.com/hardikpandya7/status/914533026486411264