মুম্বই: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়েছে। শেষ ম্যাচে গতকাল বৃষ্টির জন্য ম্যাচ আয়োজন করাই সম্ভব হয়নি। তাই ২-২ ব্যবধানে সিরিজ শেষ হয়েছে। এবার সামনে আয়ারল্যান্ড সিরিজ। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বে একেবারে তরুণ ভারতীয় দল আয়ারল্যান্ড (Ireland) উড়ে যাবে টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলতে।
কবে আয়ারল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল?
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তিন দিনের বিরতি। আগামী ২২ জুন মুম্বইয়ে গোটা দল একসঙ্গে মিলিত হবে। এরপর ২৪ তারিখ ডাবলিনের উদ্দেশে উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানেই ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
আজ সকালেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার লন্ডনের উদ্দেশে উড়ে যাবেন। সেখানে আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে টেস্ট ম্যাচ। এরপর সেখানে তিন ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল।
স্ত্রী-পরিবারকে নিয়ে যাওয়া যাবে না
বোর্ডের এক অফিশিয়াল জানিয়েছেন, ''আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা হয়েছে, সেই দল আগামী ২৪ তারিখ ডাবলিনের উদ্দেশে উড়ে যাবে। আপাতত তিন দিনের বিরতি রয়েছে। এরপরই তাঁরা একসঙ্গে যোগ দেবেন। তবে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া যাবে না, কারণ সেখানে কোনও বায়ো বাবল থাকছে না। এছাড়া অনেক ক্রিকেটারই আইপিএল থেকে একটানা খেলে যাচ্ছেন।''
দলের সঙ্গে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ
রাহুল দ্রাবিড় ইংল্যান্ডে উড়ে যাওয়ায়, হার্দিক, ভুবনেশ্বরদের সঙ্গে আয়ারল্যান্ড উড়ে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তিনিই কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়াও এনসিএতে তাঁর সাপোর্ট স্টাফরাও যাবেন। আগামী ২৬ জুন ও ২৮ জুন দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। সেখান থেকেই দল ইংল্যান্ড উড়ে যাবে।
আরও পড়ুন: 'অমিতাভ বচ্চনকে আউট করে দেওয়ায় বাবার সঙ্গে তিনদিন কথা বলিনি'