মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে ম্যাচ খেলার সময়  চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য।  এরপর থেকেই মাঠের বাইরে বঢোদরার এই অলরাউন্ডার।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না হার্দিক।  দক্ষিণ আফ্রিকার মাটিতে সূর্য কুমার যাদবের নেতৃত্বে যে দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ থেকে নামছে, সেই দলেও নেই হার্দিক। এমনকী ওয়ানডেও স্কোয়াডেও সুযোগ পাননি।  তাহলে কবে মাঠে ফিরবেন তারকা অলরাউন্ডার?  হার্দিকের মাঠে ফেরা নিয়ে নিয়ে এবার  গুরুত্বপূর্ণ আপডেট দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।  আগামী জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। আশা করা হচ্ছে সেই সিরিজেই  ফের ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে হার্দিক কে। বিসিসিআই সচিত জয় শাহ এমনটাই জানিয়েছেন।


গতকাল মুম্বইয়ে আয়োজিত উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে উপস্থিত ছিলেন জয় শাহ।  বিরতির মাঝে তিনি বলেন, " হার্দিক এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে ফিট করে তুলছে। প্রচণ্ড পরিশ্রম করছেন ও।  আশা করছি আফগানিস্তানের বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল সেই দলেই দেখতে পাওয়া যাবে  হার্দিককে।" 


হার্দিকের মতো চোটের মুখে পড়েছিলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামিও।  গোড়ালি চোখের জন্য দলের বাইরে ছিলেন তিনি।  বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছেন।  দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার এই পেসার।  তবে শামির চোট নিয়ে চিন্তায় ছিলেন ভারতীয় সমর্থকরা। এবার সেই বিষয়ে আশ্বস্ত করলেন জয় শাহ।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে না খেললেও টেস্ট সিরিজে হয়ত ভারতীয় দলে দেখা যেতে পারে এই তারকা ডান হাতি পেসারকে। 


কতদিনের জন্য কোচ দ্রাবিড়?


দ্বিতীয়বারের জন্য কোচের পদে বসেছেন রাহুল দ্রাবিড়। কিন্তু একটা ধোঁয়াশা রয়েই গিয়েছিল, আদৌ কতদিনের জন্য ভারতীয় দলের দ্বিতীয়বার কোচ হচ্ছেন দ্রাবিড়?  এবার সেই প্রশ্নর, সেই ধোঁয়াশার যবনিকা টানলেন  বোর্ডের সচিব জয় শাহ।  দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ভারতীয় দল খেলে ফেরার পরই দ্রাবিড়ের ভাগ্য নির্ধারণ হবে। 


উল্লেখ্য গত বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলা টিম ইন্ডিয়ার।  এরপরই সোনা জেগে ছিল যে দ্রাবিড়কে আর কোচ হিসেবে দেখা যাবে না ভারতীয় দলের ড্রেসিংরুমে।  এমনকি এটাও শোনা গিয়েছিল যে,  এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকেই হয়তো রোহিতদের কোচের হট সিটে দেখা যাবে।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের মাঠে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের কোচ  হিসেবে দায়িত্বও সামলেছিলেন লক্ষ্মণ।