রাজকোট: আগামীকাল অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল  (Indian Cricket Team)। প্রথম দুটো ম্য়াচ টানা জিতে যাওয়ায় সিরিজও পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই পরিস্থিতিতে শেষ ম্যাচটি নিয়মরক্ষার হতে চলেছে ২ দলের কাছেই। প্রথম দুটো ম্যাচে দলে ছিলেন না ২ সিনিয়র তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। তাঁদের ছাড়াই দল জয় ছিনিয়ে নিয়েছে। আগামীকালের ম্যাচে অবশ্য দলের সঙ্গে ফিরছেন ২ জনই। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে ফের মাঠে নামতে দেখা যাবে রোহিত শর্মাকে। তবে আগামীকালের ম্য়াচে পাঁচ তারকা ক্রিকেটারকে পাচ্ছে না দল। নিজেই সাংবাদিক বৈঠকে এসে এমনটা জানিয়ে দিলেন রোহিত শর্মা। সেক্ষেত্রে ১৩ সদস্যের দল থেকেই একাদশ সাজিয়ে নিতে হবে টিম ইন্ডিয়াকে। 


কী বললেন ভারত অধিনায়ক?


তৃতীয় ওয়ান ডে-র আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা বললেন, ''আগামীকালের ম্যাচে শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর খেলতে পারবে না। অক্ষর পটেলকে আমরা পাচ্ছি না। ফলে ১৩ সদস্যের মধ্যে থেকে একাদশ সাজিয়ে নিতে হবে আমাদের।" এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় দল। চ্যাম্পিয়নও হয়েছে তাঁরা। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়াই জয় ছিনিয়ে নিয়েছে কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় শিবির। সেই ২ ম্যাচে ছিলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে ভারত অধিনায়ক ফিরছেন আগামীকালের ম্যাচে। রোহিত বলছেন, ''গত ১০ ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত খেলেছে দল। বোলাররা উইকেট পেয়েছে ও ব্যাটাররা রান পেয়েছে।''


প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের গত দুটি ম্যাচে দারুণ ছন্দ মেলে ধরেছেন সূর্যকুমার যাদব। গত ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে শতরান হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন শ্রেয়স আইয়ার। অজি ব্যাটিং অর্ডারকে দুরমুশ করতে বড় ভূমিকা নিয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সবমিলিয়ে বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় দলের  ফর্ম দেখে আশাবাদী ক্রিকেট ভক্তরা। শ্রীলঙ্কা থেকে এশিয়া সেরা হয়ে আসার পর ঘরের মাঠে বিশ্বসেরা হওয়ার বিষয়ে অন্যতম ফেভারিট হিসেবেই প্রতিযোগিতায় নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।


আরও পড়ুন: ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয়, কলকাতা লিগ জয়ের আরও কাছে মহমেডান