বেঙ্গালুরু: প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নেমেই সাফল্য পেয়েছেন। আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্য়াম্পিয়ন করেছেন। তার থেকেও বড় কথা হার্দিক পাণ্ড্য পুরো ফিট অবস্থায় মাঠে নেমেছেন। ব্যাটে রান পেয়েছেন, বল হাতেও সাফল্যও পেয়েছেন। জাতীয় দলেও প্রত্য়াবর্তন করেছেন। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। এবার গুজরাতের এই তারকা অলরাউন্ডারের প্রশংসা শোনা গেল রাহুল দ্রাবিড়ের মুখে। 


তবে হার্দিকের ব্যাটিং, বোলিং নয়। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রশংসা করলেন ভারতীয় দলের হেডকোচ। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে রাহুল বলেন, ''এটা দেখে খুব ভাল লাগছে যে আমাদের দলে অনেকগুলো অধিনায়ক রয়েছে যারা আইপিএলে বিভিন্ন দলের নেতৃত্বভার সামলান। 


আর ২ দিন পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২ দল। হার্দিক তাঁদের মধ্যে একজন। রাহুল লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে দারুণ খেলেছে, সঞ্জু স্যামসন রাজস্থানের জার্সিতে ভাল খেলেছে, কেকেআরের জার্সিতে শ্রেয়স আইয়ার ভাল খেলেছে। একজন প্লেয়ার মানসিক ও শারীরিকভাবে আরও উন্নতি করতে পারে। একজন মানুষ হিসেবেও প্রত্যেকে অনেক পরিণত হয়েছে।'' 


এরপরই হার্দিককে নিয়ে কথা বলতে গিয়ে দ্রাবিড় বলেন, ''হার্দিক বোলিং শুরু করেছে, এটা আমাদের জন্যই ভাল। একজন অলরাউন্ডার হিসেবে ওর প্রয়োজনীয়তা সবাই জানি আমরা। ও কী করতে পারে, তা আমরা সবাই জানি। ওর সঙ্গে কিছুক্ষণ আগেই আমার কথা হগয়েছে। হার্দিকের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসাধারণ। দলের থেকে সেরাটা বের করে আনতে পারে ও। আইপিএলে তা দেখতে পেয়েছে সবাই। হার্দিত জাতীয় দলে ফিরে আসায় দলের ভারসাম্যও বাড়বে অনেকটা।''


উমরান মালিককে নিয়েও প্রশ্ন করা হয়েছিল দ্রাবিড়়কে। তিনি বলেন, ''এখন প্রতি মুহূর্তেই উমরানকে শিখতে হবে। অল্প বয়স, তবে প্রতিনিয়তই উমরানের উন্নতি স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। যত বেশি খেলবেন তত উন্নতি হবে। তার মতো একজনকে দলে পাওয়া ইতিবাচক দিক। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে উমরানকে কতটা সুযোগ দেওয়া যায় সেটা দেখতে হবে। আমাদের দলে অনেকেই রয়েছেন, প্রত্যেককেই প্রথম একাদশে রাখা সম্ভব নয়। আমি ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিতে চাই, যাতে কেউ দলে জায়গা ধরে রাখা নিয়ে নিরাপত্তাহীনতায় না ভোগে। অর্শদীপ সিংও রয়েছে, সেও ভাল বল করছেন। হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খানও আগে থেকে রয়েছে। কয়েকটি বিষয় দেখে দল চূড়ান্ত করা হবে, তবে তরুণ ক্রিকেটাররা দলে আসা নিঃসন্দেহে দারুণ ব্যাপার।"