নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভার। যজুবেন্দ্র চাহলের বল বোলারের মাথার ওপর দিয়ে ওড়ালেন গাপ্টিল। লং অফের একটু দূরে ফিল্ডিং করছিলেন হার্দিক। বল লক্ষ্য করে ছুটলেন তিনি। প্রায় ৩০ মিটার দৌড়ে এসে শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে এক হাতে বল মাটি ছোঁয়ার আগে যে ক্যাচটি তালুবন্দী করলেন হার্দিক, তা একথা অবিশ্বাস্য।
সহ খেলোয়াড়রা ছুটে আসেন হার্দিককে অভিনন্দন জানাতে। সবচেয়ে দেখার মতো ছিল ধোনির প্রতিক্রিয়া।