ওয়াশিংটন: নিউ ইয়র্কে জঙ্গি হানার প্রেক্ষিতে আরও কঠোর অভিবাসী আইন চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিন কার্ড লটারি ভিসার মাধ্যমে আমেরিকায় ঢোকে উজবেক আততায়ী সইফুল্লো সাইপভ। ট্রাম্প জানিয়েছেন, তাকে সম্ভবত গুয়ান্তানামো বে-তে পাঠাবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গ্রিন কার্ড লটারি ভিসা প্রক্রিয়াই তুলে দেবেন তিনি। তাঁর কথায়, গোটা আমেরিকা মৃত ও আহতদের প্রতি সমব্যাথী, যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের পাশে দাঁড়িয়েছেন দেশবাসী। এই সব ‘জন্তু’-দের আমেরিকা ঢোকা ঠেকাতে অভিবাসী প্রক্রিয়াই তিনি বন্ধ করতে চান। নিউ ইয়র্ক হামলা ঘটানো জঙ্গি সইফুল্লোর সঙ্গে আরও ২৩ জন ঢুকেছে আমেরিকায়। এটা মেনে নেওয়া যায় না। কিউবায় মার্কিন সেনা কারাগার গুয়ান্তানামো বে-তে তাকে পাঠাতে চান তিবি।
ট্রাম্পের কথায়, রাজনৈতিকভাবে সঠিক বা পলিটিক্যালি কারেক্ট হয়ে সন্ত্রাস দমন করা যাবে না। অনেক বেশি কঠোর হতে হবে, অনেক বেশি বুদ্ধিমান হতে হবে। কিন্তু বদলে আমেরিকা এতটাই পলিটিক্যালি কারেক্ট, যে কিছু করতেই ভয় পায় সকলে।
১৯৯০-এর গ্রিন কার্ড লটারি ভিসা প্রোগ্রামের মাধ্যমে সে সব দেশের মানুষ আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার সুযোগ পান, যাদের মেধার ভিত্তিতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, পুরো মার্কিন অভিবাসন পদ্ধতিই মেধাভিত্তিক করার কথা ভাবছেন তিনি, যাতে অভিবাসীরা তাদের আত্মীয়স্বজন নিয়ে এ দেশে ঢুকতে না পারে, তাও দেখছেন।
নিউ ইয়র্ক জঙ্গি হানা: লটারি ভিসা বন্ধ করা হবে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2017 09:35 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -