মুম্বই: রবিবাসরীয় সন্ধ্যায় ডব্লিউপিএলের (WPL 2023) তৃতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়ার্সের (UP Warriorz) বিরুদ্ধে ৫০ রানে তিন উইকেট হারিয়ে এক সময় বিরাট চাপে পড়ে গিয়েছিল গুজরাত জায়ান্টস (Gujarat Titans)। তবে হরলীন দেওল (Harleen Deol) লড়াকু ৪৬ রানের সুবাদে ম্যাচে ফিরে এল গুজরাত। ২০ ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে ১৬৯ রান তুলল গুজরাত।


শুরুতেই চাপ


টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত শুরুটা বেশ ভালই করেছিল। ওপেন করতে নেমে মেঘনা ব্যাট হাতে পাঁচটি চার হাঁকান। তাঁর ওপেনিং পার্টনার সোফিয়া ডাঙ্কলি তুলনামূলক মন্থর গতিতেই এগোচ্ছিলেন। তবে চতুর্থ ওভারে মেঘনা-সোফিয়ার ৩৪ রানের পার্টনারশিপ ভাঙেন দীপ্তি শর্মা। পরের ওভারেই বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার সোফিয়া একেলস্টোনের মেঘানাকে ২৪ রানেই সাজঘরে ফেরান। তিনিই অ্যানাবেল সাদারল্যান্ডকে ৮ রানে ফেরান। ৫০ রানে তিন উইকেট হারিয়ে ফেলে গুজরাত।


হরলীনের প্রত্যাঘাত


থালিয়া ম্যাকগ্রা সুষমা ভার্মাকে ৯ রানে ফেরালে গুজরাতের স্কোর ১০.৩ ওভারে দাঁড়ায় ৭৬/৪। অপরপ্রান্তে উইকেট পড়তে থাকলেও হরলীন দেওল কিন্তু নিজের ইনিংল চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন অ্যাশলে গার্ডনার। দুইজনে পঞ্চম উইকেটে ৪৪ রান যোগ করেন। দীপ্তি শর্মাই গার্ডনারকে ২৫ রানে ফেরান। হরলীনও নিশ্চিত দেখানো অর্ধশতরান মাঠে ফেলে আসেন। ৪৬ রানে তাঁকে আউট করেন অঞ্জলি সর্বানি। তবে দয়ালান হেমলতা গুজরাতকে ১৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। তাঁর ১৩ বলে ২১ রানের ছোট্ট ইনিংসে গুজরাত ১৬৯ রান তুলতে সক্ষম হয়। 


 






বল হাতে ইউপির হয়ে সফলতম বোলার সোফি একেলস্টোন। তিনি ২৫ রানের বিনিময়ে দুই উইকেট নেন। অবশ্য দীপ্তি শর্মাও ২৭ রান খরচ করে দুই উইকেট নেন। ইউপিকে হারিয়ে গুজরাত মরসুমের প্রথম ম্যাচ জিততে সক্ষম হয় কি না, সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত, গত ম্যাচে রান নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন গুজরাত অধিনায়ক বেথ মুনি। তিনি এই ম্যাচেও মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে স্নেহ রানা গুজরাত জায়ান্টসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। 


আরও পড়ুন: ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে ডব্লিউপিএল, আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্স কর্ণধার নীতা আম্বানি