বার্মিংহাম: এজবাস্টনে আজ কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) প্রথম সেমিফাইনালে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (Indian Womn's Cricket Team)। টানটান উত্তেজক এক ম্যাচে চার রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত, নিশ্চিত হয়ে গেল পদক।


হরমনের নতুন অবতার


ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে স্মৃতি মান্ধানা সুন্দর ৬১ রানের ইনিংস খেলেন। জেমাইমা রডরিগেজ করেন অপরাজিত ৪৪ রান। জবাবে ইংল্যান্ডে দীপ্তি শর্মা এবং স্নেহ রানার বোলিংয়ে ভর করে ইংল্যান্ডকে ১৬০ রানেই থামিয়ে দেয় ভারত। এই ম্যাচ চার রানে জেতায় কাল গোল্ড মেডেল ম্যাচে নামবে ভারত। এই ম্যাচেই এক নতুন অবতারে দেখা গেল ভারতীয় অধিনায়িকা হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। 


সাধারণত ঠান্ডা মাথার হরমনপ্রীত শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে তেঁতে ছিলেন। দলের প্রতিটি উইকেট, প্রতিটি সেভে তাঁর আগ্রাসী ভঙ্গিমা ফুটে উঠছিল। কিন্তু হঠাৎ ঠান্ডা মাথার হরমনের হলটা কী? ম্যাচের শেষে এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়িকা জানান, 'আজকে আমায় তেঁতে মাঠে নামতেই হত। কারণ আমি যদি নিজের সেরাটা দিই, দলকে উদ্বুদ্ধ করি, তাহলেই তো দলের মনোবল বাড়বে। মনে হবে আমরা যে কোনও জায়গা থেকে ম্যাচ জিততে পারি।'


শেফালি-জেমাইকে নিয়ে চাপমুক্ত


এদিন স্মৃতি ভাল ব্যাট করলেও আরেক ওপেনার শেফালি ভার্মা ব্যর্থ হন। ১৭ বলে ১৫ রান করেন শেফালি। তবে শেফালিকে নিয়ে খুব একটা চিন্তিত নন হরমনপ্রীত। কিন্তু ভারতীয় দলের চিন্তা বাড়াচ্ছে ইনফর্ম জেমাইমার চোট। হাতে চোট লাগায় শেষ ওভারে আর ফিল্ডিং করতে নামেননি জেমাইমা। সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে মাত্র কয়েক ঘণ্টার পার্থক্য, তাই জেমাইমা কাছে চোটের সারানোর সময় প্রায় নেই বললেই চলে। তিনি কি মাঠে নামতে পারবেন?


লড়াকু জেমাইকে নিয়েও নিশ্চিন্ত হরমনপ্রীত। তিনি জানান, 'জেমাইমা একজন ফাইটার। এই জিনিসগুলি (চোট) তো হয়েই থাকে। ও ঠিক হয়ে যাবে। হাতে হালকা টান লেগেছে ওর, তবে ফাইনালের জন্য ওকে নিয়ে কোনও চাপ নেই।' সেমিফাইনালে নিজেদের কাজ শেষ। এবার তিনি ও ভারতীয় দল কালকের ম্যাচের পরিকল্পনা গঠনের জন্য দ্বিতীয় সেমিফাইনালে চোখ রাখবেন বলেই কোনওরকম রাখঢাক না করে জানিয়ে দেন হরমনপ্রীত। 


আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ব্রিটিশ বধ করে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা