মুম্বই: ব্রেবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়ার্স  বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স (UP Warriorz vs Mumbai Indians)। অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দুরন্ত অর্ধশতরান ও সাইকা ইশাকের তিন উইকেটের সুবাদে জয়ের ধারা অব্যাহত রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ইউপির বিরুদ্ধে ১৬০ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতে আট উইকেট হাতে রেখে দাপুটে মেজাজে জয় পেল পল্টনরা। এই নিয়ে ডব্লিউপিএলে টানা চার ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে নিজেদের দখল অব্যাহত রাখল মুম্বই ইন্ডিয়ান্স।


দাপুটে ব্যাটিং


জয়ের জন্য় ১৬০ রানের লক্ষ্য একেবারেই সহজ নয়। তবে শুরুটা মুম্বই মন্দ করেনি। পাওয়ার প্লেতেই পল্টনরা ৫১ রান তুলে ফেলে। তবে টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক হেইলি ম্যাথিউজ ১৭ বলে ১২ রানের ইনিংস খেলে বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফেরেন। হেইলির মন্থর ইনিংস তেমন প্রভাব ফেলেনি, কারণ অপরদিকে ইয়াস্তিকা ভাটিয়া দারুণ ছন্দে ছিলেন। তিনি ২৭ বলে ৪২ রান করেন। তবে মুম্বইয়ের ভাল শুরু সত্ত্বেও তিন বলের ব্যবধানে দুই ওপেনারকেই আউট করে ইউপি ম্যাচে ফেরার আশা করছিল।


সেই আশায় হরমনপ্রীত ও ন্যাট স্কিভার-ব্রান্ট জল ঢেলে দেন। দুই জনের অপরাজিত ১০৬ রানের পার্টনারশিপেই মুম্বই জয় সুনিশ্চিত করে। হরমনপ্রীত ৩৩ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৩১ বলে ৪৫ রানের ইনিংসে তাঁকে যোগ্য সঙ্গ দেন ন্যাট। সহজেই ম্যাচ জিতে নেয় মুম্বই।


প্রথম ইনিংস


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইউপি অধিনায়ক হিলি। দেবীকা বৈদ্য়কে ম্যাচের দ্বিতীয় ওভারে সাইকা সাজঘরে ফেরত পাঠালেও, কিরণ নবগিরে ও হিলি ইনিংসকে এগিয়ে নিয়ে যান। পাওয়ার প্লেতেই ৪৮ রান তুলে ফেলে ইউপি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক সাইকার বিরুদ্ধে হিলি চতুর্থ ওভারে পরপর তিনটি চার মারেন। পাওয়ার প্লের পরেও রানের গতি আরও বাড়ানোর লক্ষ্যে অ্যামেলিয়া কেরের বিরুদ্ধে একটি চার ও ছয় মারেন কিরণ। তবে তাঁকে ১৭ রানে ফিরিয়ে শেষ হাসিটা কেরই হাসেন।


কিরণ আউট হওয়ার পরেই থালিয়া হিলিকে সঙ্গ দিতে নামেন। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন। তবে ১৭তম ওভারে ম্যাচের রং বদলে দেন সাইকা। হিলিকে ৫৮ রানে আউট করার দুই বল পরেই থালিয়াকেও তিনি ৫০ রানে সাজঘরে ফেরান। দুই সেট ব্যাটার আউট হয়ে যাওয়ার পর ইউপির ইনিংসের ছন্দই কেটে যায়। ইনিংসের শেষ ১৯ বলে মাত্র ১৮ রান তোলে ইউপি ওয়ারিয়ার্স। সোফি একলেস্টোন (১), দীপ্তি শর্মারা (৭) কেউই বড় শট হাঁকিয়ে দলকে বড় রান তুলতে সাহায্য করতে পারেননি।


সাধারণত ওপেন করা ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী দলের সদস্য শ্বেতা শেরাওয়াত এদিন আট নম্বরে ব্যাট করতে নামেন। তিনি মাত্র ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ১৫৯/৬ তুলল ইউপি। অপরাজিত মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ জিততে তুলতে হবে ১৬০ রান। মুম্বইয়ের হয়ে সাইকার তিন উইকেট বাদে কেরও দুই উইকেট নিয়ে প্রভাবিত করেন।


আরও পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়েই শতরান! কেমন আছেন বিরাট কোহলি? জানালেন অক্ষর