ব্যাঙ্কক: মহিলা এশিয়া কাপ টি-২০ টুর্মামেন্টের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। অধিনায়ক হরমনপ্রীত কউরের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ভারত ৫ উইকেটে হারাল পাকিস্তানকে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত।
প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে করে ৭ উইকেটে ৯৭ রান। কউর ১৬ রান দিয়ে উইকেট নেন। একতা বিশত্ ২০ রানে দখল করেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ৯৮ রান ৫ উইকেট হারিয়ে তুলে নেয় ভারত। বোলিংয়ের পর ব্যাটিংয়েও উল্লেখযোগ্য অবদান রাখেন অধিনায়ক। ২২ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মিতালি রাজ করেন ৫৭ বলে ৩৬ রান।
সীমান্তে দুই দেশের উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। উল্লেখ্য, আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ানশিপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার আইসিসি চলতি মাসের গোড়ায় ভারতের মহিলা দলের ছয় পয়েন্ট কেটে নিয়েছিল।
গত মার্চে ঘরের মাঠে ওয়ার্ল্ড টি-২- তে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারতের মহিলা দল। এরপর ব্যাঙ্ককে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন মিতালি রাজরা।
মহিলা এশিয়া কাপ টি-২০: পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত
ABP Ananda, web desk
Updated at:
29 Nov 2016 05:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -