নয়াদিল্লি: ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহকে (Harmanpreet Singh) খেলরত্ন (Khel Ratna) সম্মানে ভূষিত করা হয়েছে শুক্রবার। তাঁর নেতৃত্বেই গত প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। সাম্প্রতিক সময়ে ভারতীয় হকির দুরন্ত সাফল্যের নেপথ্যে হরমনপ্রীতের অবদান বিশাল। প্যারিসও দলের হয়ে সর্বাধিক গোল করেছিলেন তিনিই। যদিও খেলরত্ন সম্মানে সম্মানিত হওয়ার পরই ভারতীয় হকি দলের অধিনায়ক জানিয়ে দিলেন এই কৃতিত্ব পুরোটাই তাঁর পরিবার ও দলের সতীর্থদের প্রাপ্য।
টোকিও অলিম্পিক্সেও ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল। সেই দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হরমনপ্রীত। এছাড়াও বর্ষসেরা হকি প্লেয়ারের পুরস্কারও জিতে নিয়েছিলেন ২৯ বছর বয়সি অমৃতসরের এই তরুণ। হরমনপ্রীত বলছেন, ''এই সম্মান পেয়ে আমি বেজায় খুশি। এই সাফল্যের নেপথ্যে আমার পরিবারের সদস্যরা ও দলের সতীর্থদের অবদান বিরাট। ওঁরা ছাড়া এই সম্মান আমি পেতাম না। সতীর্থরা প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়েছেন ভারতীয় হকির স্বার্থে। বিভিন্ন টুর্নামেন্টে আমরা জয় ছিনিয়ে নিয়েছি। অলিম্পিক্সে পদক জিতেছি।''
শুধু হরমনপ্রীত সিংহই নন, শুক্রবার ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড সেরিমনিতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে সর্বোচ্চ পুরস্কার পেলেন মনু ভাকেররা। জোড়া অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকের এবং সদ্য ইতিহাস গড়ে কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দাবাড়ু ডি গুকেশকে প্রবল করতালির মাধ্যমে স্বাগত জানানো হয়। প্যারালিম্পিক্স স্বর্ণপদকজয়ী তারকা প্রবীণ কুমারকেও খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। সকলের হাতেই এই বিশেষ সম্মান তুলে দেন ভারতের রাষ্ট্রপতি।
এর পাশাপাশি আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই ৩২ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারও দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হল এই ৩২ জনের মধ্যেই ১৭ জনই প্যারা-অ্যাথলিট। এঁদের মধ্যে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী আমন শেরাওয়াত, শ্যুটার স্বপ্নীর কুশালে, সরবজ্যোৎ সিংহ এবং ভারতীয় পুরুষ হকি দলের তারকা জার্মানপ্রীত সিংহ, সুখজিৎ সিংহ, সঞ্জয় এবং অভিষেকরাও রয়েছেন।
প্যারিসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনুর আবার পদক নিয়েও বিস্তর সমস্যা দেখা দিয়েছে। প্যারিস অলিম্পিক্সে বিজয়ী অ্যাথলিটদের দেওয়া পদক নিয়ে এমনিতেই প্রশ্নচিহ্ন ছিল। এবার মনু ভাকেরের পদকও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। প্যারিস অলিম্পিক্স কমিটির তরফে জানানো হয়েছে যে, সমস্ত নিম্নমানের পদক ফেরত নিয়ে নতুন পদক দেওয়া হবে।
আরও পড়ুন: বাবার মত ২২ গজে খেলেননি, তবুও ক্রিকেটের সঙ্গে যোগ রয়েছে সেফ আলি খানের