ম্যাঞ্চেস্টার: ইউরোপিয়ান ফুটবল মরশুম শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে ক্লাবগুলি ইতিমধ্যেই ধীরে ধীরে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে। শুরু হয়ে গিয়েছে দলবদল পর্বও। এরই মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ক্লাবে বড় বদল ঘটতে চলেছে। নতুন মরশুমে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের রেকর্ড লিগজয়ী দলকে।
বিগত কয়েক মরশুম ধরে রেড ডেভিলসদের অধিনায়কত্ব করছেন হ্যারি ম্যাগুয়ার (Harry Maguire)। তবে আসন্ন মরশুমের আগে তাঁকে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ম্যাগুয়ার নিজেই সোশ্য়াল মিডিয়ায় এই খবরটি নিশ্চিত করেন। তিনিই জানান ম্যান ইউনাইটেড কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) সঙ্গে আলোচনার পরেই তাঁকে অধিনায়কের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিনায়ক থাকাকালীন সমর্থনের জন্য সকল অনুরাগীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি নিশ্চিত করেন যে অধিনায়ক না থাকলেও, তিনি খেলোয়াড় হিসাবে দলের জন্য নিজের সর্বস্বটা দেবেন।
ম্যাগুয়ার নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ম্যানেজারের সঙ্গে আলোচনার সময় ওঁ আমায় অধিনায়ক বদল করার সিদ্ধান্ত জানায়। ওঁ আমায় এর কারণগুলিও জানিয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ হলেও, যতদিন এই দলের জার্সি গায়ে চাপাব, ততদিন নিজের সেরাটা দেব। তাই আমার অধিনায়ক থাকাকালীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অনুরাগীদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।'
ইংল্যান্ড ডিফেন্ডার আরও জানান যে রেড ডেভিলসদের নেতৃত্ব দেওয়া তাঁর জন্য দারুণ গর্বের। 'সাড়ে তিন বছর আগে আমি অধিনায়ক দায়িত্ব নিই এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য দারুণ গর্বের এবং আমার কেরিয়ারের অন্যতম সেরা উপলব্ধি। আমি আমার পক্ষে যতটা সম্ভব মাঠ এবং মাঠের বাইরে ইউনাইটেডের সাফল্যের জন্য চেষ্টা করেছি। আমায় এই দায়িত্ব দেওয়ার জন্য ওলে গানার সোলসায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমার পরে যেই দায়িত্ব নিক না কেন, তাঁর জন্য আমার তরফে অনেক শুভেচ্ছা রইল। আমি তাঁকে সবরকমভাবে সাহায্য করব।' যোগ করেন ম্যাগুয়ার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষায় ইনফেকশন থেকে কীভাবে বাঁচাবেন শখের নখ? রইল সহজ টিপস