১৬ বছরের ভাকেরের এই কটাক্ষে তীব্র প্রতিক্রিয়া দিয়ে ভিজ দাবি করেছেন, এনিয়ে জনসমক্ষে ক্ষোভ প্রকাশের আগে ওনার ক্রীড়া দপ্তরের সঙ্গে কথা বলা উচিত ছিল। যে ভাষায় উনি ট্যুইট করেছেন, তার উদ্দেশ্যই হল সরকারের বদনাম করা, তাতে খারাপ রুচিও ফুটে উঠেছে। সরকারি পলিসিই হল, এ বছরের পুরস্কারপ্রাপকের হাতে টাকা তুলে দেওয়া হয় পরের বছর।
ভিজ আরও বলেছেন, ২০১৮-র আগস্টে সব ক্রীড়াবিদের বকেয়া পুরস্কারের অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে। যাঁদেরটা বাকি রয়েছে, তাঁদের ক্ষেত্রে একটা প্ল্যান তৈরি হচ্ছে, তাঁরাও পুরস্কারের অর্থ পাবেন।
হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর অভিমত, একটা রাজ্য সরকার দেশের সর্বোচ্চ সম্মান দিচ্ছে, তাকে বেইজ্জত করা সহ্য করা যায় না। খেলোয়াড়দের মধ্যে কিছুটা শৃঙ্খলা বোধ থাকা কাম্য। ভাকেরের এই বিতর্ক সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত। এখনও তাঁকে অনেক দূর যেতে হবে। শুধু নিজের খেলায় মনোযোগ দেওয়া উচিত ওঁর।
ভাকের গত অক্টোবরে যুব ওলিম্পকে সোনা জেতার পর ভিজ ট্যুইট করেছিলেন, অভিনন্দন। মনু ভাকেরকে ওঁর এই সাফল্যে নগদ ২ কোটি টাকা পুরস্কার দেবে হরিয়ানা সরকার। আগের সরকারগুলি দিত ১০ লক্ষ টাকা।
গত ১০ অক্টোবর যুব ওলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে জাকার্তা এশিয়ান গেমসের ব্যর্থতা ঘোচান ভাকের। তারপর আরও একটি আন্তর্জাতিক ইভেন্টে সোনা পান তিনি।