জোহানেসবার্গ: ৬ অগস্ট, আন্তার্জাতিক ক্রিকেট থেকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে অবসর ঘোষণা করেছিলেন প্রোটিয়া কিংবদন্তী ডেল স্টেইন। ৪৮ ঘণ্টার মধ্যেই আরও এক হৃদয় বিদারক ঘোষণা করলেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হাসিম আমলা। টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি, তিন ফরম্যাট থেকেই সরে দাড়ালেন ৩৬ বছরের এই প্রোটিয়া ক্রিকেটার। তবে ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেট সহ ঘরোয়া প্রতিযোগিতায় আমলা অংশগ্রহণ করবেন বলেই সূত্রের খবর।


হাসিম আমলা, দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন। সবথেকে দ্রুত ৫০ আন্তর্জাতিক শতরান করার কৃতিত্বের অধিকারিও তিনি। ভেঙেছেন সচিন, পন্টিং, লারার সবথেকে দ্রুত ৫০টি আন্তর্জাতিক শতরান করার রেকর্জ। এই কীর্তিতে আমলার সঙ্গে সহবস্থান করছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিও। তিন ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাসিম আমলা। ৫৫ শতরান, ৮৮টি অর্ধশতরান মিলিয়ে তাঁর মোট সংগ্রহ ১৮ হাজার ৬৭২ রান। প্রোটিয়া ক্রিকেটের ইতিহাসে তিনই সেদেশের তৃতীয় সর্বোচ্চা রানের অধিকারি। তাঁর আগে রয়েছেন জ্যাক কালিস এবং এবি ডিভিলিয়ার্স।


আমলার আকস্মিক অবসরে ট্যুইট করে ‘মর্ডান ডে গ্রেট’-কে শ্রদ্ধা এবং বিশেষ অভিবাদন জানিয়েছেন এবি ডিভিলিয়ার্স, সচিন তেন্ডুলকর, শন পোলক সহ একাধিক ক্রিকেট তারকারা।








বিদায়বেলায় সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করে আমলা জানিয়েছেন, “সমর্থকরা কঠিন সময়ে পাশে থেকেছে এবং আমরা যখন সাফল্য পেয়েছি তারাও আনন্দে সামিল হয়েছে। ধন্যবাদ দক্ষিণ আফ্রিকা।”