মুম্বই: দীনেশ কার্তিকের সঙ্গে শাহরুখ খানের সুসম্পর্কের কথা সবার জানা। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এবার শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন। বাদশার ব্যবহারে নাকি আপ্লুত হয়ে গিয়েছেন এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান। এক সাক্ষাৎকারে শাহরুখ সম্পর্কে বলতে গিয়ে, কিং খানকে বড় মনের মানুষও বলেছেন কার্তিক। 


শাহরুখের সঙ্গে একবার তাঁরই প্রাইভেট জেটে চড়ার অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে কার্তিক বলেন, 'ওনার মতো এত বড় হৃদয়ের মানুষ এই মুহূর্তে বিশ্বে রয়েছেন কতজন তা নিয়ে সন্দেহ আছে। শাহরুখের মতো মানুষেরই এই মুহূর্তে বেশি করে দরকার। আমার জন্য একবার শাহরুখ প্রাইভেট জেটেরও ব্যবস্থা করেছিল। আমার কিছু সমস্যা হয়েছিল। সেই জন্য উনি আমার জন্য চেন্নাই থেকে দুবাইয়ে নিজের খরচায় প্রাইভেট জেট নিয়ে এসেছিলেন।'


২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হন কার্তিক। দলে এসেই অধিনায়ক হিসেবে নির্বাচিতও হন তিনি। যদিও ২ মরসুমেই তাঁর নেতৃত্বে খুব একটা ভাল পারফর্ম্যান্স করতে পারেনি নাইটরা। এরপর তাঁকে সরিয়ে ইয়ন মর্গ্যানকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। কার্তিক আরও বলেন, 'আমার মনে হয় না আর কোনও ফ্র্যাঞ্চাইজি এমনটা করবে। তবে শাহরুখ সত্যিই সবার থেকে আলাদা। আমি জীবনে কখনও প্রাইভেট জেটে চড়িনি। আমি এতটা আশাও করিনি। তবে শাহরুখ আমার জন্য যখন এই জেটের ব্যবস্থা করেছিল, তখনই ও আমার হৃদয় জয় করে নিয়েছিল। ও একজন অসাধারণ মানুষ। ওর জন্য আমি যে কোনও কিছু করতে পারি।'


ত্রিনিদাদে ২ জনে একসঙ্গে কতটা ভাল সময় কাটিয়েছেন সে কথাও উল্লেখ করেন কার্তিক তাঁর সাক্ষাৎকারে। তিনি বলেন, 'সিপিএলে শাহরুখের একটি দল রয়েছে। সেখানও আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। ত্রিনিদাদে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। ওর ওখানেও প্রচুর সমর্থক রয়েছে। রাস্তায় ভিড় এড়াতে টুপি পড়ে বেরিয়েছে, এমনও দেখেছি।'


কার্তিক সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্যকারের ভূমিকায় কাজ করেছেন। আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে ফের ২২ গজে নামতে দেখা যাবে তামিলনাড়ুর এই ক্রিকেটারকে।