করাচি: এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। আর সেই দলে সুযোগ পাননি অভিজ্ঞ লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির দল নির্বাচন নিয়ে আওয়াজ তুলেছেন অনেকেই। কেন চাহালের মত স্পিনারকে উপমহাদেশে টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও দল থেকে বাইরে রাখা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কিছু ক্রিকেটারও। তবে পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিস কানেরিয়া মনে করেন যে চাহালকে বাদ দেওয়াটা একদম সঠিক সিদ্ধান্ত। 


এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ''আমার মনে হয় চাহালকে দলের বাইরে রাখাটা একদম সঠিক সিদ্ধান্ত। বর্তমানে একদমই ধারাবাহিক নয় ও। সেই তুলনায় কুলদীপ যাদব প্রতি ম্যাচেই উইকেট তুলে নিচ্ছে। মাঝের ওভারগুলোতে ব্যাটারদের চাপে ফেলছে কুলদীপ। আমার মনে হয় ২ লেগস্পিনারের মধ্যে চাহালকে বেছে নিয়েই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।''


এই বিষয়ে নির্বাচকরা বলেছিলেন, 'কারও জন্যই দরজা বন্ধ হয়ে যায়নি', বলছেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করা হল। ১৭ সদস্যের দলে জায়গা পাননি অশ্বিন, চাহাল ও শিখর। আগরকর বলেছেন, 'শিখর ধবন দারুণ ক্রিকেটার। তবে ডিসেম্বরের পর থেকে আর সেভাবে খেলতে পারেনি। আমরা তো মাত্র ১৫ জনকেই বিশ্বকাপের দলে নিতে পারি।' এশিয়া কাপের দলে ওপেনার হিসাবে রাখা হয়েছে রোহিত শর্মা, শুভমন গিল ও ঈশান কিষাণকে। আগরকর বলেছেন, 'এই তিনজনই আমাদের ওপেনার। তাই শিখর নেই।'


একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে নজর কেড়ে নিয়েছিল কুলচা জুটি। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এশিয়া কাপের দলে কুলদীপ আছেন। তবে সুযোগ পাননি চাহাল। আগরকর বলছেন, 'চাহালকে নিয়েও একই কথা বলব। মাঝে মধ্যে দলের কম্বিনেশনের কথাও ভাবতে হয়। কুলদীপ এখন ওর চেয়ে একটু এগিয়ে। দুজন রিস্টস্পিনার একসঙ্গে রাখা যায় না। অক্ষর পটেলও রয়েছে।'


দল নির্বাচনী বৈঠকে যে আর অশ্বিনকে নিয়েও কথা হয়েছে, জানিয়েছেন রোহিত ও আগরকর। কিন্তু তামিলনাড়ুর অফস্পিনারের জায়গা হয়নি এশিয়া কাপের দলে। রোহিত বলছেন, 'অফস্পিনার বা একজন লেগস্পিনারকে নিয়ে গভীর আলোচনা হয়েছে। তবে আমরা এমন একজনকে চেয়েছিলাম যে আটে বা নয়ে নেমে ভাল ব্যাট করতে পারে। অক্ষর সেদিক থেকে এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজে খুব ভাল কিছু করতে পারেনি। তবে ও ওপরের দিকেও ব্যাট করতে পারে। অফস্পিনার হিসাবে অশ্বিন ও ওয়াশিংটনের কথাও ভেবেছি। কিন্তু অক্ষর থাকা মানে ব্যাটিং গভীরতা বাড়বে। সামনের ২ মাসে প্রচুর ক্রিকেট। যারা ফিরে আসছে, তাদেরও সময় দিতে চাই। কারও জন্যই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। বিশ্বকাপের দলে চাহালকে দরকার হলে নেওয়া হবে। অশ্বিন বা ওয়াশির ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য।'