নয়াদিল্লি: ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের ধারাবাহিকতার অভাব, দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট ছুঁড়ে দেওয়া নিয়ে অনেক সমালোচনা হলেও, তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন সুরেশ রায়না। এই প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যানের মতে, পন্থের পাশে দাঁড়ানো উচিত টিম ম্যানেজমেন্টের। যুবরাজ সিংহ ও বীরেন্দ্র সহবাগের মতোই দাপুটে ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন পন্থ।
ইনস্টাগ্রামে লাইভ সেশনে যুজবেন্দ্র চাহলকে রায়না বলেন, ‘পন্থ দুর্দান্ত ক্রিকেটার। ও যখন ভাল খেলে, তখন সবাই খুশি হয়। ওর ব্যাটিং দেখে আমার যুবরাজ, সহবাগের কথা মনে পড়ে যায়। পন্থ ওদের মতোই দাপটে ব্যাটিং করে। ও যখন ফ্লিক করে, আমার (রাহুল) দ্রাবিড়ের কথা মনে পড়ে যায়।’
পন্থ প্রতিভাবান হলেও, জাতীয় দলে এখনও নিজের জায়গা পাকা করতে পারেননি। অনেক সুযোগ পেলেও, খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন। তাঁর বদলে সীমিত ওভারের ফর্ম্যাটে কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কে এল রাহুলকে। টেস্টে প্রথম পছন্দের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।
তবে রায়নার মতোই পন্থের পাশে দাঁড়িয়েছেন সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘আমি প্রায়ই ঋষভ পন্থের সঙ্গে কথা বলি। ওর বয়স মাত্র ২০-২১ বছর। ওকে নিয়ে এত প্রশ্ন ওঠে, ও স্নায়ুর চাপে ভোগে।’
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করেছেন রায়না। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিরাট খুব ভাল অধিনায়ক। ওর মধ্যে প্রাণশক্তি আছে, ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। সীমিত ওভারের ফর্ম্যাটে খেলতে হলে প্রচুর প্রাণশক্তি ও খেলার প্রতি ভালবাসা দরকার।’
যুবরাজ, সহবাগের মতোই দাপুটে ব্যাটসম্যান, কোন ভারতীয় ক্রিকেটারের প্রশংসা করলেন রায়না?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2020 12:10 PM (IST)
রায়নার মতোই পন্থের পাশে দাঁড়িয়েছেন সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -