David Warner: ''সম্ভবত ওয়ার্নারই আমাদের দেশের তিন ফর্ম্যাটের সর্বসেরা ব্যাটার''

David Warner Update: দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে হওয়া এই ম্যাচে ওয়ার্নার ৬ রান করে আউট হন দ্বিতীয় ইনিংসে।

Continues below advertisement

মেলবোর্ন: কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে সিডনি টেস্টই হবে সাদা পোশাকের ক্রিকেটে ওয়ার্নারের কেরিয়ারের শেষ টেস্ট। টেস্ট কেরিয়ার শেষ হওয়ার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেডকোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের থেকে। বাঁহাতি অজি ওপেনারকে ক্রিকেটের তিন ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার সম্ভাব্য সেরা প্লেয়ার মানছেন অজি কোচ। 

Continues below advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন, ''সময়ের সঙ্গে সঙ্গে ওয়ার্নার ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু আমি মনে করি ক্রিকেটের তিন ফর্ম্য়াটে ওয়ার্নার অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ক্রিকেটার হবে সম্ভবত। ওর মত প্লেয়ার পাওয়া খুবই কঠিন হবে। টেস্টে ৪৫ এর ওপর গড় রেখে ব্যাটিং করেছে ও ৭০ এর ওপর স্ট্রাইক রেটে ব্য়াট করেছে ও। অজি ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান রয়েছে ওয়ার্নারের ঝুলিতে।''

ওয়ার্নারের পর কে তাঁর জুতোয় পা গলাবেন? এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ''টেস্টে আমার জায়গায় কে ওপেনে নামবে অস্ট্রেলিয়ার জার্সিতে, এই উত্তর দেওয়াটা সত্যিই ভীষণ কঠিন। এটা পুরোটাই নির্বাচকদের ওপর নির্ভর করছে। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয়, তাহলে একটা নাম আমার মাথায় ভেসে আসছে। আমি বলব মার্কাস হ্যারিস সেই ব্যক্তি। কিছুদিন আগেই ও শতরান হাঁকিয়েছিল।''

ওয়ার্নার আরও বলেন, ''হ্যারিস অনেক ম্যাচেই খেলেনি। কিন্তু ও এমন একজন যে এই দৌড়ে সবার আগে রয়েছে। যদি নির্বাচকরা ওর প্রতি বিশ্বাস রাখতে পারে তবে আশা করি হ্যারিসও নিজের পারফরম্যান্স দেখাতে পারবে। আমার মতই খেলে অনেকটা। যদি সব ঠিক থাকে, তবে হয়ত ওকেই দেখা যাবে।''

দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে হওয়া এই ম্যাচে ওয়ার্নার ৬ রান করে আউট হন দ্বিতীয় ইনিংসে। মেলবোর্নে আর কখনও অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে দেখা যাবে না ডেভিড ওয়ার্নারকে। সাজঘরের ফেরার পথে দর্শকেরা হাততালি দিয়ে সম্মান জানান ওয়ার্নারকে। তিনি নিজের গ্লাভস দিয়ে দেন এক খুদে ভক্তকে। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৩৮ রান। এই মেলবোর্ন ক্রিকেটা গ্রাউন্ডেই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেছিলেন ওয়ার্নার। শুধুমাত্র এই মাঠেই দেশের হয়ে ৯০০-র বেশি রান রয়েছে ওয়ার্নারের। এখনও পর্যন্ত ১১০ টি টেস্ট ম্যাচের মধ্যে ২০১টি ইনিংস খেলেছেন ওয়ার্নার। রান করেছেন ৮৬৫১। সর্বোচ্চ রান করেছেন ৩৩৫। সিডনি টেস্ট শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি থেকে।

Continues below advertisement
Sponsored Links by Taboola