মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে ৫ ম্যাচে একাদশে সু্যোগ পাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সিরিজে সু্যোগ হয়নি। অবশেষে আফগানিস্তানের (India vs Afganistan) বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে (T20 Series) সু্যোগ মিলতে তা দারুণভাবে কাজে লাগিয়েছেন শিভম দুবে (Shivam Dube)। বাঁহাতি তারকা অলরাউন্ডার দুটো ম্যাচেই ফিনিশ করে মাঠ ছেড়েছেন। শিবমের দর্শনীয় সব শট দেখে তাঁর মধ্যে যুবরাজ সিংহের ছায়া দেখতে পাচ্ছেন আকাশ চোপড়া। 


নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় প্রাক্তন ভারতীয় ওপেনার বলছেন, "শিবমের বয়স ৩০৷ ও একটু দেরিতে শুরু করেছে নিজের কেরিয়ার। অসাধারণ শট রয়েছে ওর হাতে। মাঝে কিছু পারিবারিক সমস্যার জন্য খেলা ছেড়ে দিতে হয়েছিল ওকে। কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ ইনিংস খেলে। কিন্তু তবুও পর্যাপ্ত সুযোগ পাচ্ছিল না দুবে।"


শিবম প্রথম ম্যাচে ৪০ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচেও ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। যেই ইনিংসে ৫টি ছক্কাও হাঁকান তিনি। আকাশ বলছেন, "পরপর দুটো ম্যাচেই ৬০ এর বেশি ইনিংস খেলল যুবি। পরপর ছক্কা হাঁকানোটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। স্ট্রাইক রেটও দেখার মত। ওকে ব্যাটিং করতে দেখলে, শট মারতে দেখলে অনেক সময় যুবরাজের কথা মনে পড়ে যায়।"


উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুটো ম্য়াচে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। হেসেখেলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও (T20 Match) ৬ উইকেটে জিতে নিল ভারতীয় দল। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেট খুঁইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান ১৫.৪ ওভারেই তুলে নিল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে। ২৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা বিরাট কোহলি । এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। ২০১৯ সালের জুন মাসের পর থেকে ঘরের মাঠে নেমে ১৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলল ভারত। তার মধ্যে ১৩টি সিরিজে জয় ও ২টো সিরিজ ড্র করেছে তারা। অর্থাৎ গত চার বছরে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলে এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া। এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানের বেশি তুলতে পারেনি আফগানরা।