নয়াদিল্লি: এবারের এশিয়া কাপে ভারতীয় দলে অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতি অনেকেরই চোখ কপালে তুলে দিয়েছিল। এমনকি আয়োজক সম্প্রচারকারী সংস্থাও কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। এ সবের মধ্যে মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, কোহলির কাজের চাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বললেন, কখনও কখনও প্লেয়ারদের বিশ্রাম দেওয়া দরকার, যাতে মানসিক ক্লান্তি তাদের পারফরম্যান্সে প্রভাব না ফেলতে পারে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শাস্ত্রী বলেছেন, বিরাটের বিশ্রামের দরকার। শারীরিকভাবে ও প্রচণ্ড শক্তপোক্ত। মাঠে ওকে পেড়ে ফেলা যায় না। আর বিরাট সম্পর্কে আর একটা কথা যে, ও যখন মাঠে নামে তখন যে পর্যায়ের উদ্দীপনা ওর থাকে, তা সবাই জানেন। তাই এটা ছিল ওকে একটা ছুটি দেওয়া, যাতে ক্রিকেট থেকে দূরে মনকে সরিয়ে রেখে আবার তরতাজা হয়ে ফিরে আসতে পারে।
প্রসাদের মতো শাস্ত্রীও বলেছেন, শুধু কোহলিই নন, অন্যান্য খেলোয়াড়দেরও সময়ে সময়ে বিশ্রাম দেওয়া হয়, যাতে তারাও তরতাজা হয়ে মাঠে ফিরতে পারে।
উল্লেখ্য, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।
মানসিক ক্লান্তি ঝেড়ে তরতাজা হয়ে ফিরতে কোহলিকে বিশ্রাম, বললেন শাস্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Oct 2018 01:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -