ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি: নির্ধারিত সময়ে গোল পাননি। টাইব্রেকারেও গোল করতে পারলেন না আর্জেন্তিনার মহাতারকা লিয়োনেল মেসি। তাঁর শট বারের উপর দিয়ে উড়ে যায়। সেই সঙ্গে আর্জেন্তিনার কোপা আমেরিকা জয়ের স্বপ্নও শেষ হয়ে যায়। দেশের হয়ে চারটি প্রতিযোগিতার ফাইনালে খেলে চারটিতেই হারলেন মেসি।



দু দিন আগেই ২৯ বছরে পা দিয়েছেন পাঁচ-পাঁচবার ফিফার বর্ষসেরা হওয়া মেসি। কিন্তু জন্মদিন তাঁর জন্য শুভ হল না। নিজে টাইব্রেকার নষ্ট করা এবং দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন মেসি। তিনি দেশের হয়ে অন্তত একটি বড় ট্রফি জিততে চেয়েছিলেন। দেশবাসীর অনেক আশা ছিল তাঁর উপর। কিন্তু পারলেন না মেসি।



 

কোপা ফাইনাল শেষ হওয়ার পর মেসিকে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল, হারের যন্ত্রণা তাঁকে কুরে কুরে খাচ্ছে। তাঁকে সান্ত্বনা দেন সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়া, সার্জিও আগুয়েরো, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।

 

দেখুন সেই ভিডিও