জোহানেসবার্গ: সেই ম্যাচ ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে ৪৩৮ তুলে রূপকথার জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অবিশ্বাস্যভাবে। আর সেই জয়ের নায়ক ছিলেন হার্শেল গিবস। ১১১ বলে ১৭৫ রান করেছিলেন বিধ্বংসী প্রোটিয়া তারকা।


করোনা পরিস্থিতিতে দেখা গেল সেই গিবসের মানবিক মুখও। জোহানেসবার্গে সেই ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন যে ব্যাট দিয়ে, সেটা নিলামে তুলছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা। প্রাপ্ত অর্থ তিনি দান করবেন করোনা ত্রাণে।

২০০৬ সালে সেই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ৪৩৪/৪। ১০৫ বলে ১৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অজি অধিনায়ক রিকি পন্টিং। ম্যাচের প্রথমার্ধের পর ধরেই নেওয়া হয়েছিল যে, হাসতে হাসতে জিতবে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে অবশ্য সব হিসেব ওলটপালট করে দিয়েছিলেন গিবস। ২১টি চার ও ৭টি ছক্কা মেরে তিনি ১১১ বলে করেন ১৭৫ রান। এক বল বাকি থাকতে এক উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।



তাঁর মাইক্রো ব্লগিং সাইটে গিবস সেই ব্যাটের ছবি দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘অনেক দিন আগলে রেখেছিলাম। এবার করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য এটাকে নিলামে তুলব।’

দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। তার মধ্যে গিবসের এই উদ্যোগ সকলের কাছেই প্রশংসিত হচ্ছে।