মুম্বই: সীমিত ওভারের ক্রিকেটে তাঁদের সাম্প্রতিককালে সেরা ওপেনিং জুটি মনে করা হয়। ওয়ান ডে ক্রিকেটে দুজনের জুটিতে ৪৮০২ রান রয়েছে। ওপেনিং জুটি হিসাবে চার নম্বরে রয়েছেন রোহিত শর্মা ও শিখর ধবন।
এবার ওপেনিং পার্টনার ধবনকে মজার ছলে 'ইডিয়ট' বলে সম্বোধন করলেন রোহিত। তাঁর কথায়, ধবন কোনও ম্যাচেই আগে স্ট্রাইক নিতে চান না। কারণ তিনি স্পিনারদের বিরুদ্ধে খেলতে চান। কিন্তু ধবন স্পিনারদের ঘায়েল করতে পারেন না বলে মজার ছলে বলেছেন রোহিত।
রোহিত জানিয়েছেন, ব্যাট করার সময় যেন অন্য জগতে থাকেন শিখর। হিটম্যানের কথায়, চাপের ম্যাচে তিনি ধবনকে কিছু বোঝাতে গেলেই তিনি অদ্ভুত প্রতিক্রিয়া দেন।
রোহিত বলেছেন, ‘২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে প্রথমবার ওপেন করতে নামি আমি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ধবনকে স্ট্রাইক নিতে বলি। কিন্তু ও একটা ইডিয়ট। উল্টে আমাকেই স্ট্রাইক নিতে বলে।’ সেই ম্যাচের প্রথম তিন বল চোখে দেখতে পাননি বলে জানিয়েছেন হিটম্যান।
ধবন একটা ‘ইডিয়ট’, ওপেনিং পার্টনারকে নিয়ে মজা করে বললেন রোহিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 May 2020 04:11 PM (IST)
রোহিত জানিয়েছেন, ব্যাট করার সময় যেন অন্য জগতে থাকেন শিখর।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -