লন্ডন: বোলিং অ্যাকশনে সাদৃশ্য থাকায় অনেকেই তাঁকে ভবিষ্যতের ওয়াসিম আক্রম বলে চিহ্নিত করছেন। সেই শাহিন আফ্রিদিকে এবার দরাজ সার্টিফিকেট দিলেন আক্রম স্বয়ং। জানালেন, পাকিস্তান ক্রিকেটে ভবিষ্যতের তারকা হতে চলেছেন শাহিন।
সুইং অফ সুলতান বলেছেন, ‘অবশ্যই শাহিন ভবিষ্যতের তারকা। পাকিস্তানের ফাস্টবোলিংয়ের ব্যাটনটা ওর হাতেই রয়েছে। খুব পরিশ্রমী ক্রিকেটার ও। দ্রুত শিখে নিতে পারে। এই গুনের জন্যই ও অনেক দূরে যাবে।’
বিশ্বকাপের মাঝপথে আক্রমকে দেখা গিয়েছিল শাহিনকে পরামর্শ দিতে। আক্রম বলেছেন, ‘শাহিন উইকেট নিতে পারে। আমি তাই ভাবছিলাম কেন ও শুরু থেকে দলে নেই।’
শাহিন নিজে বলেছেন, ‘এই পারফরম্যান্সের জন্য আমি গর্বিত। তবে ওয়াসিম আক্রম বা ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিতে আরও অনেক পথ পেরতে হবে।’
শাহিন পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের তারকা, সার্টিফিকেট আক্রমের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jul 2019 05:02 PM (IST)
বিশ্বকাপের মাঝপথে আক্রমকে দেখা গিয়েছিল শাহিনকে পরামর্শ দিতে। আক্রম বলেছেন, ‘শাহিন উইকেট নিতে পারে। আমি তাই ভাবছিলাম কেন ও শুরু থেকে দলে নেই।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -