লন্ডন: শতরান নয়, দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারাই রোহিত শর্মাকে। এমনই জানিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগের দিন তিনি বলেছেন, ‘আমি ২০০টিরও বেশি একদিনের ম্যাচ খেলেছি। এরপরেও যদি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে না পারি, তাহলে আর কবে পারব? অভিজ্ঞতা অনেক কিছু শেখায়। আমার খেলায় এখন এই পরিবর্তন এসেছে। আমি যেহেতু ওপেন করতে নামি, তাই ইনিংস শেষ করতে চাই। সেটা করতে পারলে প্রচণ্ড আনন্দ পাই। প্রথম ম্যাচেই সেটা করতে পেরেছি। শতরান করার চেয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়া আলাদা।’

একদিনের আন্তর্জাতিকে ২৩টি শতরান করেছেন রোহিত। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তাঁর আগে শুধু বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকর। তবে রোহিত জানিয়েছেন, তিনি ব্যক্তিগত নজিরের চেয়ে ভারতীয় দলকে জিতিয়েই বেশি আনন্দ পান। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি রেকর্ডের দিকে লক্ষ্য রাখি না। খেলতে থাকলে নজির গড়বই। আমি শুধু যত বেশি সম্ভব ম্যাচে ভারতীয় দলকে জিতিয়ে যেতে চাই। ব্যাটসম্যান হিসেবে সেটাই আমার একমাত্র কাজ। সেটা করার পথে পুরস্কার পাওয়া যায়।’

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিয়মিত ওপেন করছেন রোহিত। এরপর থেকেই তাঁর খেলা পরিণত হয়েছে। তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। তাঁর মতে, সাফল্যের পিছনে রয়েছে আত্মবিশ্বাস।