পেশির জোরেই ছক্কা মারতে পারি, বলছেন দিল্লি ক্যাপিটালসের জয়ের নায়ক ঋষভ পন্থ
Web Desk, ABP Ananda | 09 May 2019 11:38 AM (IST)
গতকাল চার নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ২১ বলে পাঁচটি ছক্কা ও দু’টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন ঋষভ।
বিশাখাপত্তনম: পেশির জোরেই ছক্কা মারেন। সেই কারণেই কে বল করছেন, সেটা দেখেন না ঋষভ পন্থ। মেজাজে থাকলে তিনি শুধু মারার কথাই ভাবেন। এমনই জানিয়েছেন গতকাল আইপিএল-এর এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়ের নায়ক ঋষভ। গতকাল চার নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ২১ বলে পাঁচটি ছক্কা ও দু’টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন ঋষভ। দিল্লির ওপেনার পৃথ্বী শ করেন ৫৬ রান। এই দুই ব্যাটসম্যানের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দু’উইকেটে জয় পায় দিল্লি। এই পারফরম্যান্সের পর ঋষভ বলেছেন, ‘টি-২০ ম্যাচে ২০ বলে ৪০ রান করতে হলে বোলারদের আক্রমণ করতেই হয়। সেই কারণে কে বোলিং করছে আমি দেখি না। আমি পেশির জোরে মারি। সেই কারণেই আমরা এত অনুশীলন করি। এই ম্যাচে অবশ্য আমি জোরে মারার চেষ্টা করিনি। আমি বল দেখে টাইমিংয়ের চেষ্টা করছিলাম।’ পৃথ্বী বলেছেন, ‘আমি গত কয়েকটি ম্যাচে রান পাইনি। আমাকে সুযোগ দেওয়ার জন্য দলের প্রত্যেককে ধন্যবাদ। আমার নিজের উপর বিশ্বাস ছিল। আমি স্বাভাবিক খেলাই খেলেছি। ঋষভ দারুণ ব্যাটিং করেছে।’