নয়াদিল্লি: আসন্ন মহিলা হকি এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। চোটের জন্য এই টুর্নামেন্টে খেলতে পারবেন না স্থায়ী ক্যাপ্টেন রানি রামপল (rani rampal)। তাই তাঁর বদলি দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে অভিজ্ঞ গোলকিপার সবিতাকে (sabita)। যে দল বাছাই করা হয়েছে তার মধ্যে ১৬ জন টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি দলের সদস্য ছিলেন। 


আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের মহিলা হকি এশিয়া কাপ। এবারের টুর্নামেন্ট হচ্ছে ওমানে। প্রতিযোগিতার ম্যাচগুলি আয়োজিত হবে সে দেশের রাজধানী মাস্কাটের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে। পুল এ’তে ভারতের সঙ্গে রয়েছে জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। প্রতিযোগিতার প্রথম দিন অর্থাৎ ২১শে জানুয়ারি মালয়েশিয়ার মুখোমুখি হবেন সবিতারা। ২৩শে জানুয়ারি জাপান ও ২৪শে জানুয়ারি সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টের ২টো সেমিফাইনাল আগামী ২৬ জানুয়ারি হবে। এই সেরা চার দল সরাসরি চলতি বছর হতে চলা আসন্ন হকি বিশ্বকাপে জায়গা করে নেবে। এশিয়া কাপের ফাইনাল হবে ২৮ তারিখ। উল্লেখ্য, এবার টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। ২০১৭ সালে শেষবার হওয়া এই টুর্নামেন্ট চিনকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতই।


টোকিওয় ইতিহাস গড়েছিল ভারতের মহিলা হকি দল। অলিম্পিক্সে প্রথমবার সেমিফাইনালে উঠেছিলেন রানি রামপালরা। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়েছিলেন ভারতের মহিলা হকি খেলোয়াড়েরা। সেই অস্ট্রেলিয়া, যারা সোনা জয়ের প্রধান দাবিদার ছিল এবং পুল এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তবে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয় ভারতের। লড়াই করেও শেষ চারের ম্যাচে আর্জেন্তিনার কাছে ২-১ গোলে হেরে যান রানি, সবিতা, বন্দনা কাতারিয়া, গুরজিৎ কউররা। পরে ব্রোঞ্জের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলেও, গোটা দেশের মুখ উজ্জ্বল করেছিলেন কোচ সুর্ড মারিনের ছাত্রীরা। বিশ্বহকির সর্বস্তরে প্রশংসিত হয়েছিল ভারতীয় মহিলা হকি খেলোয়াড়দের দুরন্ত পারফরম্যান্স।


মহিলা এশিয়া কাপের ভারতীয় হকি দল


গোলরক্ষক: সবিতা (অধিনায়ক), রজনী এতিমারপু


ডিফেন্ডার: দীপ গ্রেস এক্কা (সহ-অধিনায়ক), গুরজিৎ কউর, নিক্কি প্রধান, উদিতা


মিডফিল্ডার: নিশা, সুশীলা চানু, মনিকা, নেহা, সালিমা টেটে, জ্যোতি, নভজোৎ কউর


ফরোয়ার্ড: নভনীত কউর, লালরেমসিয়ামি, বন্দনা কাটারিয়া, মারিয়ানা কুজুর, শর্মিলা দেবী