নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে চারদেশীয় হকি প্রতিযোগিতায় অংশ নেবে ভারতীয় হকি দল (Indian Hocket Tournament)। তার জন্যই ২৬ সদস্যের ভারতীয় হকি দল ঘোষণা করল হকি ইন্ডিয়া। ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে হকি টুর্নামেন্ট। কেপটাউনে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। ভারত ও আয়োজক দক্ষিণ আফ্রিকা ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি ২ টো দল হল ফ্রান্স ও নেদারল্যান্ডস। 


ভারতীয় দলকে নেতৃত্ব দেবেব হরমনপ্রীত সিংহ। অন্যদিকে তাঁর ডেপুটি হিসেবে দেখা যাবে হার্দিক সিংহকে। জুনিয়র দলের হয়ে ধারাবাহিক ভাল পারফর্ম করার পুরস্কার হিসেবে সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়েছেন আরাইজিৎ সিংহ হান্ডাল ও ববি সিংহ ধামি। স্কোয়াডে গোলরক্ষকদের মধ্যে রয়েছেন পী আর শ্রীজেশ, কিষাণ পাঠক ও পবন। হকি ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''আমরা এমন একটা বছরে পা রেখেছি, যেখানে আমাদের দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। অলিম্পিক্সের মত টুর্নামেন্ট রয়েছে। উন্নতমানের সব ম্যাচ খেলতে পারবে ভারতীয় দল। এই টুর্নামেন্টে অলিম্পিক্সের মত মঞ্চে খেলতে নামার আগে কিছুটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে আমাদের। দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে বেঙ্গালুরুর সাইয়ে একটি শর্ট ক্যাম্প আয়োজিত করা হবে। ২ জন তরুণ সদস্যকে দলে নেওয়া হয়েছে আগামী সফরের জন্য।''


জয় দিয়ে শুরু ইস্ট, মোহনের


 জয় দিয়ে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) অভিযান শুরু করল কলকাতার দুই দল ইস্টবেঙ্গল এফসি (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। মঙ্গলবার ভুবনেশ্বরে ইস্টবেঙ্গল এফসি হারায় আইএসএলেরই অপর দল হায়দরাবাদ এফসি-কে এবং সন্ধ্যায় মোহনবাগান এসজি হারায় আই লিগ থেকে আসা শ্রীনিধি ডেকান এফসি-কে।


এ দিন দুপুরে ইস্টবেঙ্গল ৩-২-এ জেতে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। দু’বার সমতা আনার পরেও শেষ পর্যন্ত ৮০ মিনিটের মাথায় সল ক্রেসপোর সুযোগ সন্ধানী গোলে হারতে হয় হায়দরাবাদ এফসি-কে। এই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের ভিত তৈরি করে দেন তাদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড তথা লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। 


অপর ম্যাচে জেসন কামিংস ও আর্মান্দো সাদিকুর গোলে ২-১-এ জয় পায় মোহনবাগান এফসি। ২৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডেকানের উইলিয়াম আলভেস অলিভিয়েরা। কিন্ত সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ৩৯ মিনিটে কামিংস ও ৭১ মিনিটে সাদিকু গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন। তবে ম্যাচের শেষ আট মিনিট (বাড়তি সময়-সহ) সবুজ-মেরুন বাহিনীকে দশজনে খেলতে হয়। কারণ, ৮৬ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহনবাগানের তরুণ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশীকে। তা সত্ত্বেও ম্যাচের শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয় মোহনবাগান


এ দিন দুপুরে ইস্টবেঙ্গল ৩-২-এ জেতে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। দু’বার সমতা আনার পরেও শেষ পর্যন্ত ৮০ মিনিটের মাথায় সল ক্রেসপোর সুযোগ সন্ধানী গোলে হারতে হয় হায়দরাবাদ এফসি-কে। এই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের ভিত তৈরি করে দেন তাদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড তথা লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা।