কলকাতা: স্পেনের বিরুদ্ধে জয় দিয়ে হকি বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতীয় দল। প্রথম ম্যাচেই শক্তিশালী স্প্যানিশ দলকে হারিয়ে দুরন্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করলেন হরমনপ্রীতরা। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই ২-০ জয় পেল ভারত।
এদিকে, ভারতের প্রথম ম্যাচের আগে শ্রীজেশ-হার্দিকদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপত্তি। বিতর্কে জড়ালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। শুক্রবার হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন টলি সুন্দরী। শুভশ্রী ইংরেজিতে শুভেচ্ছা জানান ভারতীয় হকি দলকে। কিন্তু সেখানে ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ বলে ফেলেন অভিনেত্রী। তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার অভিনেত্রী।
এক নেটিজেন লেখেন, ‘ওয়ার্ল্ডস কাপ!! হে ঈশ্বর, ইংরেজি বলতে না পারলে বলেন কেন? এত চেষ্টার দরকার নেই তো!!’ কেউ আবার শুভশ্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করেন। তিনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন, এমন অভিযোগ আনেন কেউ কেউ। যদিও যাঁদের উদ্দেশে শুভশ্রীর এই বার্তা, তাঁরা ধন্যবাদ জানাতে ভোলেননি শুভশ্রীকে। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং শুভশ্রীর কমেন্ট বক্সে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ’।
তবে ভুল ইংরাজি বলার জন্য এই প্রথম ট্রোলড হলেন না শুভশ্রী। দুবাইয়ে স্কাই ডাইভিং করার আগে একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। সেই ভিডিওতে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম।’ সেবারও তাঁর ভুল ধরে শুরু হয়েছিল ট্রোলিং।
ভারতের দাপট
বিশ্বকাপে ভারতের শুরুটা হল জয় দিয়ে। ম্যাচের শেষ কোয়ার্টারে অভিষেক ১০ মিনিটের জন্য হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বটে। তবে তা সত্ত্বেও স্পেন লাভের লাভ কিছুই করতে পারেনি। ভারতের জমাটি রক্ষণ ও গোলকিপার হিসাবে পাঠক বেশ নজর কেড়েছেন।
ম্যাচে ভারতের হয়ে প্রথম গোলটি করার পাশাপাশি দুরন্ত রক্ষণের জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয় ভারতের অমিত রোগিদাসকে। ঘরের ছেলে ম্যাচ সেরা হওয়ায় বীরসা মুন্ডা স্টেডিয়ামে উপস্থিত জনগণদের স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত দেখায়। এই জয়ের ফলে গ্রুপ 'ডি'-তে ভারত দ্বিতীয় স্থানে রইল। গ্রুপে শীর্ষে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জানুয়ারি, রবিবার ভারতীয় দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।
আরও পড়ুন: ABP Exclusive: দ্রাবিড়-রহস্য! শেষ ম্যাচে রোহিতদের ড্রেসিংরুমে দেখা যাবে হেডস্যারকে?