রৌরকেল্লা: বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম (Hockey News)। আর সেই বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে শুরু হল ১৩তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলাদের জাতীয় চ্যাম্পিয়নশিপ। এর আগে ১৩তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষদের জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজিত হয়েছিল রৌরকেল্লায়।
জাতীয় হকিতে ওড়িশা গত কয়েক মরসুম ধরেই ধারাবাহিকতা দেখিয়ে আসছে। ১৩ তম সাব জুনিয়র পুরুষ বিভাগের জাতীয় চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিল ওড়িশা। সাব জুনিয়র মহিলাদের বিভাগেও ব্রোঞ্জ জিতেছিল ওড়িশা। এবারের জুনিয়র মহিলাদের জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে মণিপুর ও তামিলনাড়ুর সঙ্গে পুল সি-তে আছে ওড়িশা। ১৮ সদস্যের দলের অধিনায়ক মামিতা ওরাম। সহ অধিনায়ক অঞ্জলি বারওয়া।
সাফে কার্ডের বন্যা
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল ভারত ও কুয়েত দুই দলই। তাই মঙ্গলবার (২৭ জুন) কান্তিরাভা স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত ও কুয়েত। কিন্তু সেই ম্যাচেরই শেষের দিকে দৃষ্টিকটু ঘটনার সাক্ষী হয়ে থাকলেন সমর্থকরা। ম্যাচের শেষ মুহূর্তে ঝামেলায় জড়িয়ে পড়লেন দুই দলের তারকারা। লাল কার্ড দেখলেন তিন তিনজন।
ঘটনার সূত্রপাত ম্যাচের ৬৪ মিনিটে। ভারতীয় কোচ ইগর স্তিমাচ খেলায় বিঘ্ন ঘটিয়ে বল হাতে তুলে নেওয়ায় হলুদ কার্ড দেখেন। শেষ ১০ মিনিটে ভারতীয় দল ১-০ লিড ধরে রাখার লক্ষ্যে মরিয়া হয়ে রক্ষণ সামলাচ্ছিল। সেই সময়ই টাচলাইনে অত্যাধিক আগ্রাসনের জন্য লাল কার্ড দেখেন ভারতীয় কোচ স্তিমাচ। ভারতীয় দলের তারকা ফুটবলার রহিম আলি মেজাজ হারিয়ে কুয়েতের আল খালাফকে ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখেন। আল খালাফ সাহাল আব্দুল সামাদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলার চেষ্টায় করাতেই জবাবে রহিম আলি তাঁকে ধাক্কা দেন। শেষ পর্যন্ত রহিম ও আল খালাফি, দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।
সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2023) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কঠিন প্রতিপক্ষ কুয়েতের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (India vs Kuwait)। গোটা ম্যাচ জুড়েই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন সমর্থকরা। তবে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও দুর্ভাগ্যবশত শেষমেশ এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল সুনীল ছেত্রীদের (Sunil Chhetri)। ১-১ ড্রয়ে শেষ হল ম্যাচ। গোল করেও দলকে জেতাতে পারলেন না সুনীল ছেত্রী। এই ড্রয়ের ফলে গ্রুপ 'বি'-র শীর্ষে শেষ করার সুযোগও হাতছাড়া করলেন ব্লু টাইগার্সরা।
আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন