সন্দীপ সরকার, কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে চ্যাম্পিয়ন বাংলা দলের প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় এখনও আক্ষেপ জমে রয়েছে তাঁর মনে। দিল্লির বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) সেই ম্যাচে তাঁর পরিবর্তে খেলানো হয়েছিল ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। বাকিটা ইতিহাস।
ক্রিকেট প্রশাসক হিসাবে অবশ্য বড় ম্যাচ বার করতে ভাইয়ের ওপর আস্থা রাখছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। অনেকে যাঁকে সৌরভের মতোই প্রতিভাবান ক্রিকেটার মনে করতেন। প্রশাসক হিসাবে স্নেহাশিস মহারাজের সমকক্ষ হয়ে ওঠার দাবিদার। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্ণধারদের সঙ্গে যুক্তির লড়াইয়ে জিতে যিনি ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনাল-সহ পাঁচ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিনিয়ে এনেছেন। আর তারপরই ভাইয়ের জন্য গুরুদায়িত্ব ভেবে ফেলেছেন।
মঙ্গলবার আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি (ICC)। যেখানে একটি সেমিফাইনাল-সহ পাঁচ ম্যাচের কেন্দ্র হিসাবে জ্বলজ্বল করছে ইডেন গার্ডেন্সের নাম। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব হাউসে নিজের ঘরে বসে এবিপি আনন্দের সঙ্গে কথা বলার সময় সিএবি প্রেসিডেন্টের মুখে যেন যুদ্ধ জয়ের প্রসন্নতা। বলছিলেন, '১৯৯৬ সালের পর ফের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজিত হবে ইডেনে। সঙ্গে আরও চার ম্যাচ। এর চেয়ে খুশির খবর হয় নাকি!'
মুম্বইয়ে বোর্ডের বৈঠক সেরে সোমবার ভোররাতে কলকাতায় ফিরেছেন। তবু ক্লান্তি ঢাকা পড়ছে উত্তেজনায়। সৌরভ এখন লন্ডনে। ছুটি কাটাচ্ছেন জাতীয় দলের (Team India) কিংবদন্তি অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট। ভাইয়ের সঙ্গে কথা হয়েছে? কতটা খুশি সৌরভ? রাজ বলছেন, 'মহারাজ ভীষণ খুশি। ভাল ম্যাচ পেয়েছি আমরা। মহারাজ বলেছে দেশে ফিরে ও নিজেও আয়োজনের কাজে নেমে পড়বে। উত্তেজনায় ছটফট করছে ও।'
আপাতত ক্রিকেট প্রশাসনে নেই সৌরভ। কুলিং অফ পিরিয়ড চলছে। কিন্তু প্রবাদপ্রতিম আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রাক্তন প্রশাসকের মগজাস্ত্রকে কাজে লাগাতে তৎপর স্নেহাশিস। সৌরভের জন্য কিছু বিশেষ দায়িত্ব ভেবেছেন? স্নেহাশিস বলছেন, 'বিশ্বকাপের আয়োজক কমিটি তৈরি করা হবে। সিএবি সংবিধানে হয়তো এইরকম কমিটির উল্লেখ নেই। কিন্তু দায়িত্ব ভাগাভাগি করে পালন করতে হবে। আয়োজক কমিটিতে মহারাজকে রাখার ভাবনা রয়েছে। ওর অভিজ্ঞতা কাজে লাগাতে চাই আমরা। খুব শীঘ্রই অ্যাপেক্স কমিটির বৈঠক ডাকব। সেখানেই সব চূড়ান্ত করে ফেলা হবে।'
আনন্দের দিনে সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট তথা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়ার কথাও শোনা গেল স্নেহাশিসের মুখে। বলছিলেন, 'অভিষেক ও আমি মিলে ২০২২ সাল থেকে ইডেনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিলাম। বিশ্বকাপের বড় ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে যে ঝাঁপাব, আর আমাদের অস্ত্র হবে ঐতিহ্য ও আধুনিক পরিকাঠামো, আগেই ঠিক করে রেখেছিলাম। সেই মতোই এগিয়েছি।'
১৭ জুলাইয়ের পর বোর্ড (BCCI) ও আইসিসি-র প্রতিনিধি দল ইডেন পর্যবেক্ষণে আসবে। তার আগে জোর কদমে চলছে স্টেডিয়াম সংস্কারের কাজে।
বিশ্বকাপে বাইশ গজে যখন ক্রিকেটারেরা পার্টনারশিপ গড়বেন, তখন মাঠের বাইরের ম্যাচ বার করতে দাদা-ভাইয়ের যুগলবন্দিতেই ভরসা বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial