রাউরকেল্লা: স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে হকি বিশ্বকাপ (FIH Men's Hockey World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Hockey Team)। অমিত রোহিদাস ও হার্দিক সিংহের গোলে ভারতীয় দল স্পেনকে ২-০ হারিয়েছে। তবে দুরন্ত রান নিয়ে গোল করে দলের জয় সুনিশ্চিত করলেও, ব্যক্তিগত কৃতিত্ব নয়, দলগত পারফরম্যান্সকেই এগিয়ে রাখছেন হার্দিক সিংহ (Hardik Singh)। 


দলগত পারফরম্যান্সে সাফল্য


ম্যাচ শেষে তিনি বলেন, 'এই জয়ের কৃতিত্বটা গোটা দলের। ২-০ জয়ের জন্য গোটা দলকেই বাহবা জানাতে হবে।' ভারতীয় কোচ গ্রাহাম রিড আবার ভারতের রক্ষণকে জয়ের জন্য বাহবা দিচ্ছেন। ম্যাচ শেষে ভারতীয় কোচ বলেন, 'ছেলেরা বেশ ভাল ডিফেন্স করেছে। শুরুটা আমরা বেশ ভালভাবেই করলাম। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করার অনুভূতিটা বেশ ভাল। তবে এই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আমরা এবার পরের ম্যাচ নিয়ে ভাবব এবং পরিকল্পনা তৈরি করব।' স্পেনকে হারিয়েও গ্রুপ 'ডি'-তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন হরমনপ্রীতরা। তারাই আপাতত ওয়েলশকে হারিয়ে গ্রুপ শীর্ষে রয়েছেন।


স্পেনের বিরুদ্ধে ভারতের রক্ষণ কিন্তু বেশ নজর কেড়েছে। চতুর্থ কোয়ার্টারে অভিষেক হলুদ কার্ড দেখে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় ভারতকে কোয়ার্টারের সিংহভাগ সময়ই একজন কম নিয়ে খেলতে হয়। তা সত্ত্বেও স্পেন ভারতের রক্ষণভেদ করতে ব্যর্থ হয়। ম্যাচে এই পরিস্থিতি আসতে পেরে ধরে নিয়ে আগে থেকেই অনুশীলনে এর জন্য দলকে প্রস্তত করেছিলেন বলেই জানান রিড। 'আমরা ১০ জন নিয়ে খেলার অনুশীলন করেছিলাম বটে, কারণ আমার মনে হয়েছিল যে টুর্নামেন্টে এমন একটা সময় আসতে পারে যখন আমাদের ১০ জনকে নিয়েই লড়াই করতে হবে। আমরা বেশ ভালই খেললাম। আমরা আজ অনেক আক্রমণ গড়ে তুলতে সক্ষম হয়েছি এবং এই আক্রমণাত্মক মেজাজে খেলাটা খুব জরুরিও ছিল। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আগে বল দখল করেছি এবং এইসব ম্যাচে এটা একটা বড় পার্থক্য গড়ে দায়।' বলে জানান রিড।


ম্যাচের বিবরণ


ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই জয় পেল ভারত। ম্যাচের শেষ কোয়ার্টারে অভিষেক ১০ মিনিটের জন্য হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বটে। তবে তা সত্ত্বেও স্পেন লাভের লাভ কিছুই করতে পারেনি। ভারতের জমাটি রক্ষণ ও গোলকিপার হিসাবে পাঠক বেশ নজর কেড়েছেন।


আরও পড়ুন: স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত