রাউরকেল্লা: নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) ক্রীড়াপ্রেম, বিশেষত হকি প্রেম সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। ওড়িশার মুখ্যমন্ত্রী খেলা ও খেলোয়াড়দের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন। ওড়িশাতে তাঁর উদ্যোগেই নাগাড়ে দ্বিতীয়বার হকি বিশ্বকাপের (Hockey WC 2023) আসর বসতে চলেছে। বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় দলের দুই হকি তারকা অমিত রোহিদাস (Amit Rohidas) ও নিলম সঞ্জীপ জেসের (Nilam Sanjeep Xess) জন্য ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল ওড়িশার মুখ্যমন্ত্রী।


১০ লক্ষ পুরস্কারমূল্য


শুক্রবার ১৩ জানুয়ারি, হকি বিশ্বকাপের মহারণ শুরু হতে চলেছে। প্রথম দিনেই স্পেনের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। সেই ম্যাচের আগেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীনের তরফে অমিত ও নিলমের জন্য ১০ লক্ষ টাকার পুরস্কারমূল্য ঘোষণা করা হল। এই দুই তারকাই বিশ্বকাপে ভারতীয় দলের অংশ এবং দুইজনেই ওড়িশানিবাসী। অমিত ভারতীয় দলের সহ-অধিনায়ক। তিনি ইতিমধ্যেই ভারতের হয়ে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। ১৮টি গোলও রয়েছে তাঁর দখলে। ভারতীয় রক্ষণ অনেকটাই অমিতের ওপর নির্ভরশীল।


অমিতের পাশাপাশি ভারতীয় রক্ষণের অন্যতম ভরসা হলেন নিলম। তিনি ৩০ ম্যাচে পাঁচটি গোল করেছেন ভারতের হয়ে। প্রসঙ্গত, অমিত ও নিলমের জন্য পুরস্কারমূল্য ঘোষণা করার আগে ভারত বিশ্বকাপ জিতলে প্রত্যেক সদস্যকে এক কোটি টাকা করে পুরস্কারমূল্য দেওয়ার ঘোষণাও করেছেন নবীন পট্টনায়েক। ঘরের মাঠে ভারতীয় দলের থেকে প্রত্যাশা অনেক। ৪৮ বছর পর ভারত দ্বিতীয়বারের জন্য বিশ্বজয় করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।


রিডের বার্তা


ভারতীয় দলের সমর্থকদের তরফে অধিনায়ক হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) থেকে প্রচুর প্রত্যাশা রয়েছে। পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। প্রত্যাশার সঙ্গে সঙ্গেই হাতে হাত মিলিয়ে আসে পারফর্ম করার চাপও।


তবে ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড (Graham Reid) দলের তারকা খেলোয়াড়ের কাঁধ থেকে চাপের বোঝা কিছুটা কমাতে আগ্রহী। হরমনপ্রীত বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। তবে ভারতীয় কোচ রিড চান অমিত রোহিদাস, বরুণ কুমাররা যেন পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নিয়ে অধিনায়কের কাঁধ থেকে চাপের বোঝা কমান। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে রিড বলেন, 'ওর (হরমনপ্রীত) ওপর চাপ নেই বললে মিথ্যা বলা হবে। হরমনপ্রীতের কাঁধ থেকে চাপ একটু কমানোর জন্য আমরা বিকল্প পন্থা নিয়েছি এবং তার পিছনে অনেকটা সময়ও অতিবাহিত করেছি। অমিত, বরুণ, নিলমের মতো আলাদা আরও ড্র্যাগফ্লিকার্সরাও রয়েছে। ওদের এই চাপটা ভাগ করে নিতে হবে।'


আরও পড়ুন: ৪৮ বছর বিশ্বজয়ের লক্ষ্যে নামছেন হরমনপ্রীতরা, শুভেচ্ছাবার্তা পাঠালেন, সচিন, বিরাট