নয়াদিল্লি: আজ থেকে শুরু হতে চলেছে হকি বিশ্বকাপ (FIH Odisha Hockey Men WC 2023) । প্রথম দিনেই মাঠে স্পেনের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Hockey Team)। ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বখেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন নিলম, শ্রীজেশ, হরমনপ্রীত, মনপ্রীতরা। ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলিরা (Virat Kohli) ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন।
সচিন, বিরাটের শুভেচ্ছাবার্তা
সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভারতীয় হকি দলকে বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা। আমরা সকলে তোমাদের জন্য গলা ফাটাব। চক দে।' বিরাট কোহলি লেখেন, 'বিশ্বকাপের জন্য আমার তরফে ভারতীয় হকি দলকে অনেক শুভেচ্ছা। নিজেদের খেলাটা উপভোগ করো, আমরা সকলে তোমাদের সঙ্গে আছি। অনেক শুভেচ্ছা।' হকি তারকা রুপিন্দর পাল সিংহ এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান। তিনি সেই ভিডিও আপলোড করে লেখেন, '২০২৩ হকি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা। সকলে মিলে আমাদের দলের হয়ে গলা ফাটাব।'
রিডের বার্তা
ভারতীয় দলের সমর্থকদের তরফে অধিনায়ক হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) থেকে প্রচুর প্রত্যাশা রয়েছে। পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। প্রত্যাশার সঙ্গে সঙ্গেই হাতে হাত মিলিয়ে আসে পারফর্ম করার চাপও।
তবে ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড (Graham Reid) দলের তারকা খেলোয়াড়ের কাঁধ থেকে চাপের বোঝা কিছুটা কমাতে আগ্রহী। হরমনপ্রীত বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। তবে ভারতীয় কোচ রিড চান অমিত রোহিদাস, বরুণ কুমাররা যেন পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নিয়ে অধিনায়কের কাঁধ থেকে চাপের বোঝা কমান। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে রিড বলেন, 'ওর (হরমনপ্রীত) ওপর চাপ নেই বললে মিথ্যা বলা হবে। হরমনপ্রীতের কাঁধ থেকে চাপ একটু কমানোর জন্য আমরা বিকল্প পন্থা নিয়েছি এবং তার পিছনে অনেকটা সময়ও অতিবাহিত করেছি। অমিত, বরুণ, নিলমের মতো আলাদা আরও ড্র্যাগফ্লিকার্সরাও রয়েছে। ওদের এই চাপটা ভাগ করে নিতে হবে।'
আরও পড়ুন: হকি বিশ্বকাপে আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?