নয়াদিল্লি: বিশ্বকাপ হকির প্রথম ম্যাচে আয়োজক দেশ ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টিম ড্রামন্ড দাবি করলেন, টুর্নামেন্টের শুরুতেই এত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে আখেরে উপকৃত হবেন তাঁরা।


ড্রামন্ড বলেছেন, যেহেতু খেলা হচ্ছে ভারতে, তাই দর্শকদের সঙ্গে পরিচিত হওয়ার এটাই সেরা সুযোগ। ভারতীয় দর্শকরা প্রচণ্ড হইচই করে খেলোয়াড়দের উৎসাহ দেন বলে তিনি শুনেছেন। এর আগেও ভারতে এসেছেন বলে জানিয়েছেন ড্রামন্ড, তবে তাঁর দলের বহু খেলোয়াড়েরই এটাই প্রথম ভারত সফর। ভুবনেশ্বরে ভারতীয় দর্শকদের সামনে খেলার সুযোগ পেয়ে তাঁরা সকলেই খুব উত্তেজিত।

গত বিশ্বকাপে দশম স্থানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার তাদের পারফর্ম্যান্স আগের থেকে ভাল হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এ দেশে আসার আগে ফ্রান্সের বিরুদ্ধে ৪টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা, ফলে টুর্নামেন্টের আগে ভালই প্র্যাকটিসের সুযোগ পেয়েছেন তাঁরা।

একবার দেখে নেওয়া যাক বিশ্বকাপের ক্রীড়াসূচি

পুল এ- আর্জেন্তিনা, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড।

পুল বি- আয়ারল্যান্ড, চিন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া।

পুল সি- ভারত, দক্ষিণ আফ্রিকা, কানাডা, বেলজিয়াম।

পুল ডি- পাকিস্তান, নেদারল্যান্ডস, জার্মানি, মালয়েশিয়া।