Hockey WC 2023 Live: জোড়া গোল আকাশদীপের, লড়াকু ওয়েলশকে ৪-২ ব্যবধানে হারাল ভারত
Hockey World Cup 2023 Latest News: হকি বিশ্বকাপের গ্রুপ ডি-তে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শীর্ষে রয়েছে ইংল্যান্ড। বাকি ২ দল স্পেন ও ওয়েলশ।
একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। ওয়েলশকে ৪-২ গোলে হারাল ভারত।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করে ফের ভারতকে এগিয়ে দিলেন আকাশ দীপ। ম্যাচের স্কোর এখন ৩-২।
ফের গোল ওয়েলশের। ম্যাচ ২-২।
পেনাল্টি কর্নার থেকে গোল ওয়েলশের। ম্যাচ ২-১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের হয়ে দ্বিতীয় গোল করলেন আকাশ দীপ। ২-০ এগিয়ে গেল ভারত।
২১ মিনিট। সার্কেলের ভেতর মনদীপকে ফাউল। পেনাল্টি কর্নার পেল ভারত। গোল করে ১-০ করলেন শামশের।
প্রথম কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হল। ভারত-ওয়েলশ ম্যাচ ০-০।
ম্যাচের ৯ মিনিট। নীলকণ্ঠ ডানদিক থেকে ওয়েলশ ডি-তে ঢোকার মুখে জোরাল শট মারলেন। রুখে দিলেন ওয়েলশ গোলকিপার টোবি।
২ মিনিট। পরপর দুবার গোলের চেষ্টা আকাশের। কিন্তু ওয়েলশ রক্ষণে প্রতিহত হয়ে ফিরল। খেলার ফল ০-০।
ইংল্যান্ড ৪-০ গোলে স্পেনকে হারিয়ে দেওয়ার ভারতের সামনে আরও কঠিন হল অঙ্ক। ওয়েলশকে ৮ গোলের ব্যবধানে হারালে তবেই সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে ভারত।
ওয়েলশের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামার আগে ভারতীয় দলকে উদ্বুদ্ধ করলেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। তিনি ট্যুইট করেছেন, 'আমি বিশ্বাস করি এই ম্যাচে অনেক গোল করে ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে'।
প্রেক্ষাপট
ভুবনেশ্বর: হকি বিশ্বকাপে (Hockey World Cup 2023) আজ ওয়েলশের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল (Indian Hockey Team)। গ্রুপ ডি-তে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছিল। আজকের ম্যাচ তাই গ্রাহাম রেইডের দলে কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কোন অঙ্কে সরাসরি শেষ আটে পৌঁছবে ভারত, দেখে নেওয়া যাক -
হকি বিশ্বকাপের গ্রুপ ডি-তে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শীর্ষে রয়েছে ইংল্যান্ড। বাকি ২ দল স্পেন ও ওয়েলশ। ভারত স্পেনকে ২-০ গোলে হারিয়েছিল। অন্য়দিকে ইংল্যান্ড ওয়েলশের বিরুদ্ধে ৫-০ গোলে জয় পেয়েছিল। এই পরিস্থিতিতে ভারত ও ইংল্যান্ড ২ দলই ৪ পয়েন্ট ঝুলিতে পুরলেও গোল পার্থক্যের জন্য শীর্ষে রয়েছে ব্রিটিশরা।
ভারতকে কোয়ার্টারে উঠতে হলে ওয়েলশের বিরুদ্ধে প্রথমত জয় পেতেই হবে। সেক্ষেত্রে হরমনপ্রীত সিংহরা চাইবেন স্পেন যাতে ইংল্যান্ড ও ওয়েলসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। এমনটা হলে গোল পার্থক্য নিয়ে ভাবতে হবে না ভারতকে।
কিন্তু, ইংল্যান্ড যদি স্পেনকে হারিয়ে দেয় তবে ভারতকে ওয়েলশের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিতে গোলপার্থক্যে ব্রিটিশদের টপকে যেতে হবে। আর তাহলেই সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে নেবে চলতি টুর্নামেন্টের আয়োজক দেশ। উল্লেখ্য়, আজ কলিঙ্গ স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে ৭ টায় মুখোমুখি হবে ভারত ও ওয়েলস। গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে ভারতীয় শিবিরে একটাই চিন্তা হার্দিক সিংহের চোট।
উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি নক আউট পর্বের ম্যাচ হবে। ২৫ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল ও ২৭ জানুয়ারি সেমিফাইনাল রয়েছে। ব্রোঞ্জ মেডেল ম্য়াচ ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ২৯ জানুয়ারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -