চেন্নাই: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ আইপিএলে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির জন্য এই ম্যাচ ভীষণ স্পেশাল হতে চলেছে। সিএসকের জার্সিতে অধিনায়ক হিসেবে ২০০ তম ম্যাচ খেলতে নামছেন ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ ঘরের মাঠে নামবে চেন্নাই শিবির। আর এই বিশেষ দিনে বিশেষ মাইলস্টোন গড়ার ম্যাচে ধোনিকে উপহার হিসেবে রাজস্থান ম্যাচ জয় চান রবীন্দ্র জাডেজা।


কী বলছেন জাডেজা?


বুধবার সঞ্জু স্যামসনের রাজস্থান শিবিরের বিরুদ্ধে নামার আগে রবীন্দ্র জাডেজা বলেন, ''ওনাকে নিয়ে কীই বা বলব। ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি ক্রিকেটার। প্রচুর স্মরণীয় ম্যাচ একার হাতে জিতিয়েছেন। আমি আশা করব রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে জয় পাবে সিএসকে। ধোনির সিএসকের অধিনায়ক হিসেবে ২০০ তম ম্যাচ খেলার দিনে সবচেয়ে বড় উপহার সেটাই হবে হয়ত।''


আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে চারবার চেন্নাইকে চ্য়াম্পিয়ন করেছেন ধোনি। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ মরসুমে সিএসকে খেতাব ঘরে তুলেছিল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছাড়াও রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন ধোনি। তিনি মোট ২১৩ ম্যাচে টুর্নামেন্টে নেতৃত্বভার সামলেছেন। তার মধ্যে ১২৫ ম্যাচে জয় পেয়েছেন ধোনি। জয়ের শতকরা হারও ঈর্ষণীয়। তা প্রায় ৫৮.৯৬ শতাংশ। মোট ৮৭ ম্যাচ হারতে হয়েছে ধোনির নেতৃত্বাধীন দলকে আইপিএলে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ২৩৬টি ম্যাচ খেলেছেন ক্যাপ্টেন কুল। 



এই ম্যাচে প্রথম একাদশ নির্বাচন নিয়ে নানারকম কাঁটাছেঁড়া চলছে দুই দলেই। বিশেষ করে আগের ম্যাচে অজিঙ্ক রাহানের ম্যাচ জেতানো ইনিংসের পর একাদশ বাছা নিয়ে ধন্দে মহেন্দ্র সিংহ ধোনিরা।


ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর থেকে এমনিতেই দুরকম দল বেছে রাখা হচ্ছে। টসের পর শুরুতে ব্যাটিং করলে একরকম একাদশ। প্রথমে ফিল্ডিং করলে আর একরকম একাদশ। সিএসকে বনাম রাজস্থান ম্যাচের প্রথম একাদশ কীরকম হতে পারে, দেখে নেওয়া যাক।                                                   


 








চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করলে


ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ডোয়েন প্রিটোরিয়াস, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, সিমরজিৎ সিংহ ও তুষার দেশপাণ্ডে।


চেন্নাই সুপার কিংস প্রথমে ফিল্ডিং করলে


রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ডোয়েন প্রিটোরিয়াস, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, সিসান্দা মাগালা/মহেশ তিকশানা, সিমরজিৎ সিংহ ও তুষার দেশপাণ্ডে।