সেঞ্চুরিয়ন: আর মাত্র একদিন মাঝে। এরপরই শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ঐতিহাসিক টেস্ট সিরিজ। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে। যার শুরুটা হবে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে। বক্সিং ডে টেস্ট নামে পরিচিত যা। উল্লেখ্য, ১৯৫০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমবার বক্সিং ডে টেস্টে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ১৯৮০ সাল থেকে প্রতি বছরই বক্সিং ডে টেস্টকে ক্রিকেট সূচির অন্তর্ভুক্ত করা হয়। 


এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল মোট ১৬ টি বক্সিং ডে টেস্টে খেলতে নেমেছে। প্রথমবার ১৯৮৫ সালে এই বক্সিং ডে টেস্ট খেলতে নামে ভারতীয় ক্রিকেট দল। আর শেষ বার ২০২১ সালে বক্সিংদের টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। 


একনজরে বক্সিং ডে টেস্টে ভারতীয় দল


১৯৮৫ সালে প্রথমবার বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে। সেই ম্যাচটি ড্র হয়েছিল।  ১৯৯১ সালে বক্সিংদের টেস্টে ভারতের দ্বিতীয় বার প্রতিপক্ষ ছিল সেই অস্ট্রেলিয়াই। তবে এবার অজিরা আট উইকেটে জয় ছিনিয়ে নেয়।  ১৯৯২ সালে বক্সিং ডে টেস্টে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল।  ৯ উইকেটে সেই ম্যাচ জিতে নাই প্রোটিয়া বাহিনী।  ১৯৯৬ সালে চতুর্থবার বক্সিং ডে টেস্টে খেলতে নামে ভারত। এবারও প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।  ৩২৮ রানে এবার জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা।  ১৯৯৮ সালে কিউয়িদের বিরুদ্ধে বক্সিং টেস্ট খেলতে নামে ভারত। সেবার চার উইকেটে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। এর পরের বছরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে এবারও হারই সঙ্গী হয়।  এবার ১৮০ রানে অজিরা হারিয়ে দেয় ভারতকে। ২০০৩ সালে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া ফের ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারতের বিরুদ্ধে। 


২০০৬ সালে বক্সিং ডে টেস্টে ভারতকে ১৭৪ রানে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে অস্ট্রেলিয়া ৩৩৭ রানের বিশাল ব্যবধানে জয় পায়। এরপর ২০১০ সালে বক্সিং ডে টেস্টে নিজেদের অভিষেকের ২৫ বছর পর প্রথমবার জয়ের স্বাদ পায় ভারত। ৮৭ রানে প্রোটিয়া বাহিনীকে হারায় তারা। ২০১১ সালে অজিরা ১২২ রানে জয় পায়। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে হারায় ভারতকে। ২০১৪ সালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচ ড্র হয়েছিল। ২০১৮ সালে অজিদের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। ২০২০ সালেও অজিদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ও ২০২১ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে ১১৩ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। 


অর্থাৎ ১৬ বার বক্সিং ডে টেস্ট খেলতে নেমে ৪ বার জয় পেয়েছে মাত্র ভারতীয় ক্রিকেট দল। এরমধ্যে শেষ তিনবারই জয় এসেছে টানা। এবারও কি রোহিতের নেতৃত্বে জয় ছিনিয়ে নিতে পারবে টিম ইন্ডিয়া?