দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকাল সুপার ফোরের ম্যাচে হেরে এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে কার্যত বিদায় নিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। পাকিস্তানের পর শ্রীলঙ্কা (Srilanka)। টানা ২টো হার। রান রেটও তলানিতে। তবে এখনও কিছু সম্ভাবনা তত্ত্বের বিচারে টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। এমনকী ফাইনালেও চলে যেতে পারে রোহিত বাহনী। তবে তার জন্য অন্য় দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। 


কীভাবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?










৩. সবচেয়ে বড় কথা পাকিস্তানকে আর কোনও ম্যাচ জেতা চলবে না। আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের দল। সেই ম্যাচও তাদের হারতে হবে।

 

৪. আফগানিস্তান যদি পাকিস্তানকে হারায় ও ভারতের কাছে বড় ব্যবধানে হারে। শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয়। ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।










 

উল্লেখ্য, গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান সহ গ্রুপের বাকি দুই দলকে হেলায় হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছিলেন রোহিত শর্মারা। কিন্তু সুপার ফোরে খেই হারাল ভারত। প্রথমে পাকিস্তানের কাছে হার। তারপর শ্রীলঙ্কার কাছে পরাজয়। এশিয়া কাপে ভারতের অভিযান কার্যত শেষ। খালি হাতেই সম্ভবত মরুদেশ থেকে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে।

মঙ্গলবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে কার্যত ফাইনালে পৌঁছে গেলেন দাসুন শনাকারা।