মুম্বই: বিরাট কোহলি আবার শীর্ষে। না, এবার একটা অদ্ভুত কারণে। তালিকায় শুধু বিরাটই নন। রয়েছেন জুহি চাওলাও। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি ও জুহি চাওলা। তবে আলোচনার থেকে বলা ভাল সমালোচনা। ২ জনকেই অনলাইনে ক্রমাগত সমালোচনা করা হয়েছে প্রতিনিয়ত। 


পাক ম্যাচে হারের পর মহম্মদ শামিকে আক্রমণ করা হয়েছিল। মুসলিম হওয়াতেই পাকিস্তানের বিরুদ্ধে খারাপ খেলেছেন শামি, ধেয়ে এসেছিল এরকম মন্তব্যও। মাঠ ছেড়ে বেরনোর সময় গ্যালারি থেকেও শামিকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। সেই ইস্যুতেই মুখ খুলেছিলেন বিরাট। তিনি বলেন, 'আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা সবচেয়ে নৃশংস কাজ। কোনও পরিস্থিতি নিয়ে সাবরই ব্যক্তিগত মত থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনওদিন কারও সঙ্গে ধর্ম নিয়ে বিভেদ করার কথা ভাবতেও পারিনি। কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা খুব ব্যক্তিগত আর পবিত্র বিষয়।' এরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রোল করেছেন বিরাটকে। খুব বুদ্ধি করে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিরাট, এমনই মনে করছেন তাঁরা। শুধু তাইই নয়, অতীতে বিভিন্ন ইস্যুতে বিরাটের নীরবতা প্রসঙ্গ তুলে এনেছেন অনেকেই। বিরাট তাঁর খারাপ পারফরম্যান্স ঢাকার জন্যই অযথা বিতর্ক তৈরি করছেন বলে মনে করছেন অনেকে। আবার কেউ বলছেন যে হিন্দুবিরোধী মনোভাব দেখিয়েছেন বিরাট। 


 






 






অন্যদিকে জুহি চাওলার সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্বের সম্পর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরে তাঁরা বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এছাড়াও তাঁদের মধ্যে পারিবারিক বন্ধুত্বও রয়েছে। ফলে আরিয়ান খানের জামিনদার হিসেবে জুহি চাওলার সই করা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এখানেই একজন মাদক সেবন করা মানুষের সমর্থনে দাঁড়ানোর জন্য় জুহির সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন যে, এর ফলে পরোক্ষভাবে মাদক সেবন বা এমন ধরণের ঘটনাকে কোথায় গিয়ে সমর্থন করছেন বলিউড অভিনেত্রী। আবার কেউ মনে করছেন যে লাইমলাইটে থাকার জন্যই এই ঘটনায় এগিয়ে এসেছেন জুহি।