অবসরের পর সচিন তেন্ডুলকরের প্রতিদিনের আয় জানেন কত? তাহলে দেখুন..
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2018 06:38 PM (IST)
1
2
3
সচিন বর্তমানে রাজ্যসভার সাংসদও।
4
অবসরের চার বছর পর আজও বিভিন্ন বড় বড় ব্যবসায়িক সংস্থার বিজ্ঞাপনদাতাদের কাছে সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তা গগনচুম্বী।
5
বলে রাখা দরকার যে, ২০১৩ সালেই ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নেন সচিন।
6
সচিন তেন্ডুলকর হয়ত ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু, আজও বিভিন্ন সংস্থার কাছে সচিন হলেন প্রচারের এক শক্তিশালী হাতিয়ার।
7
সচিন তেন্ডুলকর প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা আয় করেন। যেখানে, ক্রিকেটের দুনিয়া থেকে অবসরের পর ব্যাটসম্যান বা বোলারদের কাছে আয়ের উৎস অনেকটাই কমে যায়।
8
অবসরের পর ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের প্রতিদিন কত আয় করেন, তা শুনলে আপনি চমকে উঠবেন।