রিও দে জেনেইরো: কোপা আমেরিকার প্রথম ম্যাচে ভেনেজ়ুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে অভিযান শুরু করেছিল ব্রাজিল। কাল ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় ফের নামছেন নেমাররা। এবার প্রতিপক্ষ পেরু। ফের কি মাঠে সাম্বা ফুটবলের জাদুতে বিশ্বকে মোহিত করে দেবেন ব্রাজিলের তারকারা?
পেরুর বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে দলে কিছু পরিবর্তন করতে চান ব্রাজিলের কোচ তিতে। তাই ম্যাচের আগের দিন অনুশীলনে তিনি নতুনদের সুযোগ দিলেন বেশি করে। আপাতত নতুন স্ট্রাইকার খোঁজায় মগ্ন তিনি। এখন থেকেই ২০২২ সালের কাতার বিশ্বকাপে নজর ব্রাজিলের হেডস্যারের।
প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারালেও উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ তিতে। বরং দলের বিভিন্ন বিভাগের ভুলত্রুটি শুধরে নিতেই ব্যস্ত তিনি। অনুশীলনে ফরওয়ার্ডদের সঙ্গে বারবার কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। অনুশীলনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলেন তিতে। একেবারে সামনে রিবেইরো ও গ্যাব্রিয়েল বারবোসাকে ব্যবহার করেছেন। পাশাপাশি দেখে নিয়েছেন লুকাস পাকুয়েতা, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসাসের বোঝাপড়াকেও। ভেনেজুয়েলার বিরুদ্ধে আক্রমণভাগে তিতে খেলিয়েছিলেন পাকুয়েতা, রিচার্লিসন এবং গ্যাব্রিয়েল জেসাসকেই। তবে প্র্যাক্টিসে দেখা যায়নি লিভারপুলের ফুটবলার রবের্তো ফিরমিনোকে। ভেনেজুয়েলা ম্যাচে তিনি রিজার্ভ বেঞ্চে ছিলেন। পেরুর বিরুদ্ধেও তাঁর খেলার সম্ভাবনা কম।
পেরুর বিরুদ্ধে ম্যাচে ডিফেন্সেও বদল আনতে পারেন তিতে। মার্কুইনহোসের জায়গায় প্রস্তুতিতে এদের মিলিতাওয়ের সঙ্গী হিসেবে খেলালেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক থিয়াগো সিলভাকে। ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর জায়গায় খেললেন ফ্যাবিনহো।
দলের মিডফিল্ডার ফ্রেড বলেছেন, 'আমাদের দলে প্রত্যেক বিভাগে দারুণ সব ফুটবলার রয়েছে। কোচ এবং সাপোর্ট স্টাফরাও দারুণ কাজ করছেন। যদি কাল থেকেই বিশ্বকাপ শুরু হয়, ব্রাজিল তৈরি।' প্রতিযোগিতা শুরুর আগেই তিতে জানিয়েছিলেন, কাতার বিশ্বকাপের কথা মাথায় রেখে কোপা আমেরিকায় পরীক্ষা-নিরীক্ষা চালাতে চান। ২০১৯ কোপা আমেরিকা ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।
পেরুর কোচ বলছেন, ‘ব্রাজিল দলের শক্তি নিয়ে নতুন করে কিছু বলার নেই। দেশের মাটিতে খেলার সুবিধা পাচ্ছে তিতে ব্রিগেড। প্রতিপক্ষ দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। তবে আমরা ক্ষমতা অনুযায়ী লড়াই করব।’
কখন-কোথায় দেখবেন ম্যাচ: ব্রাজিল বনাম পেরু ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। ভারতীয় ভোর ৫.৩০-এ খেলা শুরু।