মোহালি: ছাব্বিশতম সর্বভারতীয় জে পি আত্রে মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আরএসসি-কে ৭৫ রানে হারিয়ে দিল হিমাচলপ্রদেশ ক্রিকেট সংস্থা। ফাইনাল খেলা হল মোহালির আই এস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে। মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।


এই প্রতিযোগিতার আহ্বায়ক বিবেক আত্রে বলেছেন, ‘এবারের জে পি আত্রে মেমোরিয়াল টুর্নামেন্ট আয়োজনের জন্য সময় বার করা নিয়ে সমস্যা হচ্ছিল। তা সত্ত্বেও আমরা সারা দেশের ১৬টি দলকে নিয়ে ২৬-তম সর্বভারতীয় জে পি আত্রে মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। অতীতে ভারতের অনেক ক্রিকেটারই এই প্রতিযোগিতায় খেলেছেন। এবারও অনেক অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটার এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন।’


জে পি আত্রে মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের সচিব সুশীল কপূর বলেছেন, ‘১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল। খেলা হয়েছিল মোহালির আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়াম, মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র ক্রিকেট স্টেডিয়াম, চণ্ডীগড়ের সেক্টর ১৬ ক্রিকেট স্টেডিয়াম, চণ্ডীগড়ের জিএমএসএসএস-সেক্টর ২৬ এবং চণ্ডীগড়ের আইটি পার্কের মহাজন ক্রিকেট গ্রাউন্ডে। বিজয়ী দলকে নগদ ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। রানার আপ দলকে দেওয়া হয়েছে নগদ এক লক্ষ টাকা। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি দেওয়া হয়েছে। ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও পুরস্কার দেওয়া হয়েছে।’


এবারের জে পি আত্রে মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে সিএজি দিল্লি, ইউটিসিএ চণ্ডীগড় ছাড়াও যোগ দিয়েছিল বিহার একাদশ, পিসিএ কোল্টস, প্লেয়ার্স ইলেভেন দিল্লি, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, ছত্তীসগঢ় স্টেট ক্রিকেট সংস্থা, পঞ্জাব ক্রিকেট ক্লাব, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা, আরবিআই মুম্বই, দিল্লি ক্যাপিটালস ডেভেলপমেন্ট স্কোয়াড, বঢোদরা ক্রিকেট সংস্থা, ডিডিসিএ, মিনার্ভা ক্রিকেট অ্যাকাডেমি চণ্ডীগড়, রানস্টার ক্রিকেট ক্লাব দিল্লি ও মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা। 


">


করোনা আবহে গত বছর থেকে অন্যান্য ক্ষেত্রের মতো খেলাও প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি প্রতিযোগিতা বাতিল করতে হয়েছে বা পিছিয়ে দিতে হয়েছে। তবে এবার জে পি আত্রে মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ভালভাবে আয়োজন করা গিয়েছে। ফাইনাল ম্য়াচটির লাইভ স্ট্রিমিং হয় ওয়াহ ক্রিকেটে।